আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১১:৫২, ২ নভেম্বর ২০২৫
সিলেটের দক্ষিণ সুরমায় আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক হত্যাকাণ্ডে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। এ ঘটনায় নিহতের ছেলে আসাদ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১ নভেম্বর) সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) সকালে দক্ষিণ সুরমার নিজ বাসার ছাদ থেকে আব্দুর রাজ্জাকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে প্রাথমিক তদন্তে কিছু আলামত উদ্ধার করা হয়েছে। সন্দেহজনক আচরণের কারণে রাজ্জাকের ছেলে আসাদ আহমদকে প্রথমে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার কাছ থেকে “গুরুত্বপূর্ণ তথ্য” পাওয়ায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।
অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম বলেন, “নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ মামলা করেনি। তাই পুলিশই বাদী হয়ে মামলা করেছে। আসাদের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।”
পুলিশ ইতোমধ্যে আসাদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন জানিয়েছে।
