সোমবার উপদেষ্টা পরিষদের বৈঠক: আসতে পারে গণভোটের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:২৯, ২ নভেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক ডাকা হয়েছে আগামীকাল সোমবার (৩ নভেম্বর) সকালে। বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে সোমবার দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তবে কে এই ব্রিফিং করবেন, তা এখনও জানানো হয়নি।
এই বৈঠককে ঘিরে রাজনীতি অঙ্গনসহ বিভিন্ন মহলে নানা আলোচনা শুরু হয়েছে। কারণ গণভোটের বিষয়ে সরকার নানামুখী চাপে আছে। জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো জাতীয় নির্বাচনের আগে ও বিএনপি নির্বাচনের দিন গণভোটের দাবি জানিয়েছে। এমনকি জুলাই সনদ বাস্তবায়নে অর্ডার জারির চাপেও আছে সরকার।
এর আগে আইন উপদেষ্টা বলেছিলেন, শিগগির গণভোটের সিদ্ধান্ত জানাবেন প্রধান উপদেষ্টা।
ফলে ধারণা করা হচ্ছে, এই বৈঠক শেষে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টা উপস্থিত থাকতে পারেন। গণভোটের বিষয়ে সিদ্ধান্ত দিতে পারেন। এ ছাড়া চলমান রাজনৈতিক সংকটেরও সমাধান দিতে পারেন প্রধান উপদেষ্টা।
তা ছাড়া সাধারণত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে সরকার। কিন্তু এই প্রথম প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে প্রেস ব্রিফিং আয়োজন করা হচ্ছে। ফলে সংবাদ সম্মেলনের স্থান নির্বাচন নিয়েও এক ধরণের আগ্রহ তৈরি হয়েছে সবার মধ্যে।
প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে এটি হবে ড. ইউনূসের কার্যালয়ে প্রথম আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং। এতদিন পর্যন্ত সব ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে।
জানা গেছে, উপদেষ্টা পরিষদের এই বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া, গণভোট আয়োজনের সময়সূচি ও কাঠামো নিয়ে আলোচনা হবে। প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদের মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এর আগে গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, “গণভোট নিয়ে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এসব বিষয়ে আমাদের এক সময় সিদ্ধান্ত নিতে হবে। সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাকে সহায়তা করার জন্য আছি।”
তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত নির্দিষ্ট কেউ নেবে না, এটা নিশ্চিত থাকুন। প্রধান উপদেষ্টা যে সিদ্ধান্ত নেবেন, আমরা সবাই সেখানে দৃঢ় থাকব। আর সিদ্ধান্ত খুব দ্রুতই নেওয়া হবে।”
দেশের রাজনৈতিক অচলাবস্থার মধ্যে জুলাই সনদ অনুযায়ী জাতীয় সংস্কার, গণভোট ও পরবর্তী নির্বাচন প্রক্রিয়া নিয়ে সরকার ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে। তবে বিরোধী পক্ষের আপত্তি ও সময়সূচি নিয়ে মতপার্থক্যের কারণে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত ছিল।
আগামীকাল সোমবারের বৈঠককে তাই রাজনৈতিক মহল ‘টার্নিংপয়েন্ট’ হিসেবে দেখছে।
