‘হুক্কা’ প্রতীকসহ জাগপার নিবন্ধন পুনর্বহাল, ইসির প্রজ্ঞাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:২৯, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:৪৪, ২ নভেম্বর ২০২৫
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আবারও ফিরে পেল তাদের বহুল পরিচিত ‘হুক্কা’ প্রতীকসহ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন। হাইকোর্টের নির্দেশের পর নির্বাচন কমিশন (ইসি) রবিবার (২ নভেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২১ সালের ২৮ জানুয়ারি দেওয়া নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে বাতিল করা হয়েছে। ফলে জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা আবারও বৈধ রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেয়েছে।
২০০৮ সালে জাতীয় নির্বাচনের আগে জাগপা প্রথমবারের মতো নির্বাচন কমিশনের নিবন্ধন (নম্বর–০৩৬) পায় ‘হুক্কা’ প্রতীক নিয়ে। কিন্তু ২০২১ সালের ১ ফেব্রুয়ারি কিছু শর্ত প্রতিপালন না করার অভিযোগে দলটির নিবন্ধন বাতিল করে ইসি।
এরপর জাগপা সভাপতি তাসমিয়া প্রধান সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন। চলতি বছরের ১৯ মার্চ ইসির সিদ্ধান্ত বাতিল করে জাগপার নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দেয় আদালত।
প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান ২০১৭ সালের ২১ মে মারা গেলে জাগপার নেতৃত্বে আসেন তার স্ত্রী রেহানা প্রধান। ২০১৮ সালে রেহানা প্রধানের মৃত্যুর পর মেয়ে তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন। বর্তমানে তার নেতৃত্বেই দলটি কার্যক্রম পরিচালনা করছে।
বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৭টি। তবে আওয়ামী লীগসহ চারটি দলের নিবন্ধন স্থগিত বা বাতিল রয়েছে। সবশেষ নিবন্ধন পেয়েছে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়াও চলমান। ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধন পেয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
