নভেম্বরে ঘূর্ণিঝড়-বৃষ্টির আভাস, দেখা মিলবে কুয়াশার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৩:৫১, ২ নভেম্বর ২০২৫
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)। ছবি: সংগৃহীত
চলতি নভেম্বর মাসেও বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।
রবিবার (২ নভেম্বর) প্রকাশিত নভেম্বরে আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নভেম্বরে সারাদেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এ ছাড়া দেশের কিছু এলাকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে, বিশেষ করে নদী অববাহিকা অঞ্চলে।
অধিদপ্তরের হিসেবে গত অক্টোবরে সারাদেশে স্বাভাবিকের তুলনায় ৩৬ দশমিক ৫ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে বেশি বৃষ্টিপাত হয়েছেময়মনসিংহ, রংপুর, রাজশাহী ও বরিশাল বিভাগে। চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগে কিছুটা কম বৃষ্টি হয়েছে।
৩১ অক্টোবর পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একদিনে ১৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে আবহাওয়া অফিস।
২৪ অক্টোবর বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে ২৬ অক্টোবর নিম্নচাপ এবং পরে ২৮ অক্টোবর প্রবল ঘূর্ণিঝড় ‘মন্থা’তে পরিণত হয়। সেদিন মধ্যরাতে এটি ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পেলেও তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকবে।
অক্টোবরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ফেনীতে (৩৬.৫° সেলসিয়াস, ২১-২২ অক্টোবর) এবং সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় (১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, ১৪ অক্টোবর)।
দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ১৩ অক্টোবর রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা থেকে বিদায় নেয়। পরদিন সারা দেশ থেকেই বিদায় নেয় মৌসুমি বায়ু।
