সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ২১:১৪, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ২১:৩১, ২ নভেম্বর ২০২৫

বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান

গুলশানে প্রবাসী সদস্যদের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধনে ভার্চ্যুয়াল ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান । ছবি: সমাজকাল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২ নভেম্বর) রাতে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বিএনপির প্রবাসী সদস্যদের জন্য অনলাইন পেমেন্ট গেটওয়ে কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, ‘শুধুমাত্র বিএনপির পরাজয় ঠেকাতে গিয়ে পতিত পলাতক স্বৈরাচার দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। দেশের নির্বাচন ব্যবস্থাকে বিগত ১৫ বছর সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। উদ্বেগ এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশেও বর্তমানে বিএনপির বিজয় ঠেকাতে সংঘবদ্ধ অপপ্রচার ও অপকৌশল দৃশ্যমান হতে শুরু করেছে।’

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদে বিশ্বাসী প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ থাকলে বিএনপিকে কোনোভাবেই জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না।’

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নির্বাচন যথাসময়ে হবে কি না—জনমনে এমন প্রশ্ন বাড়ছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘এমন হওয়ার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে গণমনে সৃষ্ট সংশয় ও সন্দেহ গণতন্ত্র উত্তরণের পথকে সংকটপূর্ণ করে তুলতে পারে।’

তিনি আরও বলেন, ‘একটি দায়িত্বশীল গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি শুরু থেকেই ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখতে সর্বোচ্চ ছাড় দিয়ে সহযোগিতা করে আসছে। অথচ একের পর এক নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের পথকে সংকটাপন্ন করে তোলা হচ্ছে।’

কৌশল ও অপকৌশলের মধ্যে পার্থক্য অনুধাবন না করলে অগণতান্ত্রিক শক্তির কাছে আত্মসমর্পণ করতে হতে পারে—এমন আশঙ্কা প্রকাশ করে তারেক রহমান বলেন, ‘বাংলাদেশের সব গণতান্ত্রিক দলকে এই বিপদ সম্পর্কে সতর্ক থাকতে হবে।’

আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি এখন পূর্ণ প্রস্তুতিতে আছে জানিয়ে তিনি বলেন, ‘৩০০ সংসদীয় আসনে বিএনপির দলীয় বা সমর্থিত প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া প্রায় চূড়ান্ত ধাপে রয়েছে।’

জনপ্রিয় দল হিসেবে বিএনপির প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই মনোনয়ন পাবেন না। যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথে ছিলেন, এমন অন্য দলের প্রার্থীদেরও বিএনপি সমর্থন দেবে।’

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘দেশ ও জনগণের স্বার্থে এই বাস্তবতা মেনে নিতে হবে। দলের সিদ্ধান্তকেই চূড়ান্ত হিসেবে গ্রহণ করতে হবে। খুব শিগগিরই বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে’ 

বিএনপির নেতাকর্মীদের সতর্ক করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আপনাদের চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষা নিয়ে গুপ্ত স্বৈরাচারেরা ওত পেতে রয়েছে। নিজেদের মধ্যে কোনো বিভেদ-বিরোধ রাখবেন না। এতে প্রতিপক্ষ সুযোগ নিতে পারে।’

তারেক রহমান বলেন, ‘প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপি দেশি-বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। কিন্তু জনগণের অকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা সবসময় ব্যর্থ হয়েছে। বাস্তবতা হলো—গণতন্ত্রকামী জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান, যা যুগের পর যুগ জনপ্রিয়তার ধারা ধরে রেখেছে।’

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি : সারজিস
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড অন্য দেশের সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে
‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি
পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা