সোমবার, ০৩ নভেম্বর ২০২৫

| ১৮ কার্তিক ১৪৩২

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশ: ১৭:১৬, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৯:০৫, ২ নভেম্বর ২০২৫

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে: মির্জা ফখরুল

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত যৌথ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রবিবার (২ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে একটি পরিকল্পিত অরাজকতা তৈরি করার চেষ্টা চলছে, যার পেছনে দেশের ভেতরের ও বাইরের কিছু শক্তি সক্রিয় ভূমিকা রাখছে।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখছি—বাংলাদেশের শত্রুরা আবার মাথা তুলে দাঁড়াচ্ছে। যত সময় যাচ্ছে, ততই একটি অ্যানার্কিক সিচুয়েশন, পুরোপুরি নৈরাজ্য সৃষ্টি করার অপচেষ্টা চলছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও মিথ্যা প্রচার চালিয়ে দেশে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।’

বিএনপির এই মহাসচিব অভিযোগ করেন, এসব কর্মকাণ্ডের মূল লক্ষ্য হলো জাতীয় ঐক্য বিনষ্ট করা এবং জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো। তিনি বলেন, ‘আমাদের ইতিহাস বারবার প্রমাণ করেছে—যে শক্তি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের বিরুদ্ধে কাজ করেছে, তারা আজও সক্রিয়।’

বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা স্মরণ করে বলেন, ‘জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তার দর্শন কখনো পরাজিত হতে পারে না। বিএনপি ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতোই উঠে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও জেগে উঠবে।’

মির্জা ফখরুল বলেন, ‘যেভাবে শহীদ জিয়া জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ বিদেশে থেকেও তারেক রহমান সেই ঐক্যের আহ্বান জানাচ্ছেন। আর আমাদের নেতা খালেদা জিয়া অতীতে স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যে সাহসী লড়াই চালিয়েছেন, সেটিই বিএনপির আজকের প্রেরণা।’

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’কে সামনে রেখে বিএনপি নেতা বলেন, ‘৭ নভেম্বর আমাদের কাছে কেবল একটি ঐতিহাসিক দিন নয়, এটি জাতীয় ঐক্য, দেশপ্রেম ও আত্মত্যাগের প্রতীক। আজকের অনিশ্চয়তা ও হতাশার সময়ে এই চেতনার পুনর্জাগরণই দেশের সংকট উত্তরণের একমাত্র পথ।’

যৌথ সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, আবদুস সালাম আজাদ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
নির্বাচন শেষে ফেব্রুয়ারিতেই একুশে বইমেলা
সংস্কার ছাড়া নির্বাচন নয়: হাসনাত আবদুল্লাহ
গ্ৰাম, শহর, অলিগলি জিতবে এবার শাপলা কলি : সারজিস
বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার-অপকৌশল দৃশ্যমান: তারেক রহমান
মানামা সংলাপে তুলসী গ্যাবার্ড অন্য দেশের সরকার বদলের নীতি থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র
দেশে ভোটার বেড়ে হয়েছে ১২ কোটি ৭৬ লাখ
সমাবেশ ও বিক্ষোভ মিছিল
অন্য দলের প্রতীকে ভোটের বিপক্ষে এনসিপি, জানাল চিঠিতে
‘শাপলা কলি’ নিতে রাজি এনসিপি
পুলিশ আটকে দিল এবতেদায়ী শিক্ষকদের ‘লং মার্চ টু যমুনা’ পদযাত্রা
মালিবাগে ঝিলের জায়গায় থানা ভবন নির্মাণ বন্ধের নির্দেশ হাই কোর্টের
বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
ড. ইউনূসকেই জুলাই সনদ আদেশ জারি করতে হবে: নাহিদ ইসলাম
দুই পক্ষের সঙ্গে ঐক্যমত: নির্বাচনের পরই বিশ্ব ইজতেমা
দেশীয় ফ‍্যাশনেবল হ্যান্ডব্যাগেই ভাইরাল প্রধানমন্ত্রী..!
আওয়ামী লীগ নেতা হত্যাকাণ্ডে ছেলে গ্রেফতার
সনদ বাস্তবায়নে আবারও আরপিওতে পরিবর্তন আসছে
গাইবান্ধায় চোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা