বিরাট কোহলির রেকর্ড ভাঙলেন বাবর আজম
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:৩২, ২ নভেম্বর ২০২৫
পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম ও ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ব্যাট হাতে জ্বলে উঠলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। তার ৪৭ বলে ৬৮ রানের ঝলমলে ইনিংসের সুবাদে পাকিস্তান ছয় উইকেটে জিতেছে, হাতে ছিল ছয় বল। আর এই ইনিংসেই বাবর ছাড়িয়ে গেলেন ভারতের বিরাট কোহলিকে।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক ফিফটির ওপরে ইনিংস (৫০+ স্কোর) এখন বাবরের দখলে—৪০টি! কোহলি আছেন দ্বিতীয় স্থানে ৩৯টি নিয়ে। তৃতীয় স্থানে রোহিত শর্মা (৩৭), চতুর্থ স্থানে পাকিস্তানেরই মোহাম্মদ রিজওয়ান (৩১)। অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও ইংল্যান্ডের জস বাটলার যৌথভাবে পঞ্চম স্থানে (২৯)।
প্রোটিয়াদের দেওয়া ১৪০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান প্রথমেই বিপদে পড়ে—সাইম আয়ুব শূন্য রানে ফিরলে স্কোরবোর্ডে তখন ১ উইকেটে ০ রান। তবে বাবর আজম ও সাহিবজাদা ফারহান মিলে ৩৬ রানের জুটি গড়ে ইনিংস স্থিতিশীল করেন। ফারহান ১৮ বলে ১৯ রান করে আউট হন।
এরপর বাবরের সঙ্গে যুক্ত হন অধিনায়ক সালমান আলি আগা। দুজনের মধ্যে তৃতীয় উইকেটে গড়ে ওঠে ৭৬ রানের জুটি। আগা ২৬ বলে ৩৩ রান করে ফিরে গেলেও বাবর নিজের দায়িত্ব শেষ করেন ৯টি চারসহ ৬৮ রানে।
শেষদিকে কিছুটা বিপর্যয় এলেও (১৩৩/৬), ফাহিম আশরাফ ও উসমান খান ঠান্ডা মাথায় ম্যাচ শেষ করেন।
এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। তাদের পেস আক্রমণ নেতৃত্ব দেন শাহিন শাহ আফ্রিদি ও সালমান মির্জা। দুজনের শৃঙ্খলাবদ্ধ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা ২০ ওভারে থেমে যায় ১৩৯ রানে, ৯ উইকেট হারিয়ে।
দুই দলই এখন যাবে ফয়সালাবাদে, যেখানে ৪ থেকে ৮ নভেম্বর পর্যন্ত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
