সরকারের ভোটের প্রচারাভিযান শুরু
প্রকাশ পেল প্রথম টিজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৭:৫৮, ২ নভেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টা ড: মুহাম্মদ ইউনূস / ফাইল ছবি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার অভিযান শুরু করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক টিজার প্রচারের মাধ্যমে এই প্রচারণা ঘোষণা দেওয়া হয়।
রবিবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এই টিজার বা ভিডিও বার্তা পোস্ট করা হয়।
সেখানে বলা হয়, ‘আজ থেকে শুরু হলো জাতীয় নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন। প্রথম টিজারে ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সকলকে আহ্বান জানিয়েছেন গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন (অব) ড. খান সুবায়েল বিন রফিক।’
পোস্টে আরও বলা হয়, ‘ফেব্রুয়ারি ২০২৬ এ উৎসবমুখর পরিবেশে আমরা সবাই ভোট দিতে যাবো। ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ।’
টিজারে সুবায়েলকে বলতে শোনা যায়, “সেইসব অধ্যায় পেছনে ফেলে বাংলাদেশ আজ ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনের সামনে। কারণ, এই নির্বাচনের মাধ্যমে আপনাকে আপনার দেশের দখল বুঝে নিতে হবে।”
ভিডিও বার্তায় আরও বলা হয়, “নির্বাচন ২০২৬, দেশের চাবি আপনার হাতে। আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান।”
এর আগে গত ৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড: মুহাম্মদ ইউনূস ঘোষণা দেন যে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ঘোষণার পরদিন সরকারপ্রধানের দপ্তর নির্বাচন কমিশনকে প্রস্তুতি নিতে আনুষ্ঠানিক চিঠি দেয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে এবং নির্বাচনের সকল প্রশাসনিক ও প্রযুক্তিগত প্রস্তুতি প্রায় সম্পন্ন।
এই টিজার প্রচার অভিযানের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় জনসম্পৃক্ততা বাড়ানো ও ভোটারদের আস্থা পুনরুদ্ধার করাই সরকারের মূল লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
