টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ আটক ১
উখিয়া-টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: ১৯:০৯, ২ নভেম্বর ২০২৫
টেকনাফ সদরের কুলালপাড়া এলাকায় ৫০ হাজার পিস ইয়াবা ও মোবাইল ফোনসহ আটক মাদক কারবারি।ছবি: সমাজকাল
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১ নভেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের কুলালপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ওই ব্যক্তিকে আটক করা হয়।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর জানান, অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত ইয়াবা ও মোবাইল সেট থানায় জমা দেওয়া হয়েছে।
ওসি জায়েদ নুর আরও বলেন, `মাদক নির্মূলে টেকনাফ থানার নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। সীমান্তবর্তী এলাকায় মাদক চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।‘
উল্লেখ্য, মিয়ানমার সীমান্তসংলগ্ন টেকনাফ উপজেলায় প্রায়ই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযানের ফলে এ অঞ্চলে মাদক পাচার প্রতিরোধে সচেতনতা বাড়লেও এখনো সক্রিয় রয়েছে কিছু সংঘবদ্ধ চক্র।
