মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

সীমান্তে ‘কম্ব্যাট অ্যালার্ট’: পাচারের শিকার ১৩ জন উদ্ধার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি

প্রকাশ: ১০:১৭, ৩ নভেম্বর ২০২৫

সীমান্তে ‘কম্ব্যাট অ্যালার্ট’:  পাচারের শিকার ১৩ জন উদ্ধার

মাদক ও মানবপাচার রোধে টেকনাফ সীমান্তজুড়ে ‘কম্ব্যাট অ্যালার্ট’ ঘোষণা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই কর্মসূচির অংশ হিসেবে ২ বিজিবির বিশেষ অভিযান ‘অপারেশন ক্লাস্টার’ চলছে টানা কয়েকদিন ধরে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, দেশীয় চোলাই মদ উদ্ধার এবং মানবপাচারের শিকার ১৩ নারী, পুরুষ ও শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতভর টেকনাফের জাহাজপুরা ও আশপাশের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ধানক্ষেতে লুকানো অবস্থায় পাওয়া যায় মানবপাচারের শিকার ১৩ জনকে, যাদের মিয়ানমার সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছিল।

অভিযানে তল্লাশি চালিয়ে ৬০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩৪ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। অভিযানে দুই পাচারকারীকে গ্রেপ্তার করা হয় — তারা হলেন বাহারছড়া ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার আব্দুস সালামের পুত্র মো. আব্দুল্লাহ (৩৫) ও জাহাজপুরার মো. হামিদের পুত্র মো. জয়নাল (২০)।

২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, “মাদক ও মানবপাচার সিন্ডিকেটের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় এখন ‘কম্ব্যাট অ্যালার্ট’ জারি রয়েছে। যেকোনো মূল্যে এই অপরাধচক্রের শেকড় উপড়ে ফেলতে বিজিবি সর্বোচ্চ প্রস্তুত।”

তিনি আরও জানান, উদ্ধার হওয়া ভুক্তভোগীদের নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে এবং আটক দুই আসামির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা প্রক্রিয়াধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত ইয়াবা ও মানবপাচারের প্রধান রুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাম্প্রতিক সময়ে মিয়ানমার সীমান্তের অস্থিরতা ও রোহিঙ্গা শিবিরকেন্দ্রিক নেটওয়ার্ক নতুন কৌশলে পাচারকারীদের সক্রিয় করেছে। এ প্রেক্ষাপটে বিজিবির এই বিশেষ অভিযানকে স্থানীয়রা স্বাগত ও প্রশংসা জানিয়েছেন।

সম্পর্কিত বিষয়:

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা