মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫

| ১৯ কার্তিক ১৪৩২

হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭:০৪, ৩ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৭:০৮, ৩ নভেম্বর ২০২৫

হালান্ডের জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও দাপট দেখালো পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। রবিবার রাতে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে গত মৌসুমের চ্যাম্পিয়নরা। নরওয়ের গোলমেশিন আরলিং হালান্ড করেছেন জোড়া গোল, আর তরুণ নিকো ও’রেইলি পেয়েছেন মৌসুমের প্রথম গোল।

আর্সেনালের চেয়ে ছয় পয়েন্ট পিছিয়ে থাকা সিটি এখন ১০ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। অপরদিকে মৌসুমের চমক হিসেবে আলোচিত বোর্নমাউথ ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে।
ম্যাচের ১৭তম মিনিটেই এগিয়ে যায় সিটি। নিকো গঞ্জালেজের নিখুঁত পাস থেকে রায়ান শেরকি বল বাড়ান হালান্ডের কাছে। প্রায় অর্ধেক মাঠ দৌড়ে এসে হালান্ড শান্ত মাথায় বল পাঠান বোর্নমাউথ গোলরক্ষক জর্জে পেট্রোভিচের পায়ের নিচ দিয়ে জালে— স্কোর ১-০।
তবে ২৫তম মিনিটে টাইলার অ্যাডামসের গোলে সমতায় ফেরে বোর্নমাউথ। গোলরক্ষক দোনারুমার হালকা ধাক্কাধাক্কির পর বল চলে আসে অ্যাডামসের পায়ে, যিনি জোরালো শটে জাল খুঁজে নেন। ভিএআর নিশ্চিত করে গোলটি বৈধ, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সিটির খেলোয়াড়রা।
মাত্র ১২ মিনিট পরই ফের গোল পায় সিটি। ইনজুরি কাটিয়ে ফেরা ফরাসি তরুণ রায়ান শেরকি নিখুঁত থ্রু পাসে বল বাড়ান হালান্ডের দিকে, যিনি পেট্রোভিচকে কাটিয়ে বল জালে পাঠান— ৩৭ মিনিটেই স্কোর ২-১। অল্প সময় পর হ্যাটট্রিকের সুযোগ পেলেও হালান্ডের পাস থেকে ও’রেইলির শট জিমেনেজ ক্লিয়ার করে দেন।

দ্বিতীয়ার্ধে বোর্নমাউথের কিছু ভালো আক্রমণ রুখে দেন দোনারুমা। অবশেষে ৫৮তম মিনিটে সিটি নিশ্চিত করে জয়ের হাসি। ফিল ফোডেনের নিখুঁত পাস থেকে নিকো ও’রেইলি এক টাচে বল নিয়ন্ত্রণে এনে জালে পাঠান— ৩-১। এটি ছিল তার লিগে প্রথম গোল।

৮২তম মিনিটে বিশ্রামের জন্য হালান্ডকে তুলে নেন কোচ গার্দিওলা। বদলি হিসেবে আসা মারমুশ ও রেইজেন্ডার্সও কিছু সুযোগ পেলেও গোলের দেখা পাননি।
ম্যাচ শেষে পেপ গার্দিওলা বলেন, “হালান্ড আবারও দেখিয়েছে কেন সে বিশ্বের সেরা স্ট্রাইকার। কিন্তু আমি সবচেয়ে খুশি শেরকিকে নিয়ে— ইনজুরি থেকে ফিরে তার দুই অ্যাসিস্টই আমাদের পার্থক্য গড়ে দিয়েছে।”
এই জয়ে শুধু পয়েন্ট টেবিলেই নয়, আত্মবিশ্বাসেও বড় ধাক্কা দিয়েছে ম্যানসিটি। হালান্ডের ধারাবাহিক গোল, শেরকির সৃজনশীলতা এবং দোনারুমার দৃঢ়তা— সব মিলিয়ে গার্দিওলার দল আবারও শিরোপার দাবিদার হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জেলে থাকা আসামিরাও ভোট দেবেন, জানালেন সিইসি
ঢাকা-১৭ আসনে হিরো আলম হবেন আন্দালিব রহমানের প্রতিদ্বন্দ্বী
প্রথমবার ভোটাধিকার পাচ্ছেন প্রবাসীরা: সিইসি
নতুন রূপে শাহরুখ, প্রকাশ্যে এল ‘কিং’ এর টিজার
জিয়ার সমাধিতে ড্যাবের শ্রদ্ধাঞ্জলি
রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে গণভোটের সময়
সত্তর বছরে পিতৃত্বের স্বাদ পেলেন কেলসি গ্রামার
বাগদান সারলেন আল্লু সিরিশ
রাজনৈতিক দলগুলোকে আলোচনায় বসার আহ্বান সরকারের
আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ৭, আহত দেড় শতাধিক
সুন্দরবনের দুবলার চরে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী রাস উৎসব
আকর্ষণীয় বেতনে সিনিয়র অফিসার নেবে ওয়ান ব্যাংক
মোহাম্মদপুরে ডেকে নিয়ে হত্যাকাণ্ড, পুলিশের দাবি গণপিটুনি, স্থানীয়দের ভিন্নমত
যুদ্ধবিরতির পর ১৯৪ বার চুক্তি ভঙ্গ: গাজায় মানবিক বিপর্যয়
ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৬
খুলনায় বিএনপি কার্যালয়ে গুলি ও বোমা হামলা, নিহত ১ আহত ২
ফের পাবনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা