ইরানি নারী কোচ আনছে টেবিল টেনিস ফেডারেশন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২২:৩৪, ২ নভেম্বর ২০২৫
ইরানি কোচ মিদিয়া লোতফোলাহ নাসাবি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ টেবিল টেনিসে নতুন অধ্যায় শুরু হচ্ছে এক ইরানি নারী কোচের হাত ধরে। থাইল্যান্ডের পাতারার্তোন পাসারার মেয়াদ শেষ হওয়ার পর এবার ফেডারেশন আনছে ইরানের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন মিদিয়া লোতফোলাহ নাসাবিকে। নভেম্বরের শেষ সপ্তাহেই তিনি ঢাকায় পা রাখবেন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন সূত্রে জানা গেছে, আপাতত তিন মাসের জন্য এই ইরানি কোচের সঙ্গে চুক্তি হবে। পরবর্তীতে তা দুই বছরের জন্য বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ সনেট বলেন,“থাইল্যান্ডের কোচের ব্যস্ত সূচির কারণে তাকে আর পাওয়া যাচ্ছে না। তাই নতুন করে আমরা ইরানি সহকারী কোচকে দীর্ঘমেয়াদে আনতে যাচ্ছি। তিনি শুধু জাতীয় দলই নয়, বয়সভিত্তিক খেলোয়াড়দেরও প্রশিক্ষণ দেবেন।”
ইরানি কোচ মিদিয়া লোতফোলাহ নাসাবি ইরানের সাবেক জাতীয় চ্যাম্পিয়ন। তিনি বিশ্ব টেবিল টেনিস ফেডারেশনের লেভেল ওয়ান ও লেভেল টু কোচিং কোর্স সম্পন্ন করেছেন। পাশাপাশি কুর্দিস্তান টেবিল টেনিস বোর্ডে কোচ হিসেবে দায়িত্ব পালন ও ইরান জাতীয় দলের সহকারী কোচের অভিজ্ঞতাও রয়েছে তার।
চুক্তি অনুযায়ী, মিদিয়া প্রতি মাসে ২ হাজার মার্কিন ডলার বেতন পাবেন। তার থাকা-খাওয়া বাবদ আরও দেড় হাজার ডলার ব্যয় বহন করবে ফেডারেশন।
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের কর্মকর্তারা আশা করছেন, এই অভিজ্ঞ কোচের তত্ত্বাবধানে দেশের টেবিল টেনিসে নতুন গতি আসবে, এবং বয়সভিত্তিক খেলোয়াড়দের মধ্যেও আন্তর্জাতিক মানের প্রস্তুতি তৈরি হবে।
