রোববার, ০২ নভেম্বর ২০২৫

| ১৭ কার্তিক ১৪৩২

১৫ বছরের সম্পর্কের অবসান

বিসিবি ছাড়লেন গামিনি ডি সিলভা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০:২৪, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৪৫, ১ নভেম্বর ২০২৫

বিসিবি ছাড়লেন গামিনি ডি সিলভা

গামিনি ডি সিলভা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের অবসান ঘটেছে। আগামী নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছে বোর্ড।

গামিনি ২০১০ সাল থেকে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট ও গ্রাউন্ড ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। তার মেয়াদকালে দেশের অধিকাংশ আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ ধীরগতির ও নিচু বাউন্সের পিচে অনুষ্ঠিত হয়েছে—যা নিয়ে সমালোচনাও কম হয়নি।

২০২৫ সালের জুলাইয়ে তার চুক্তি আরও এক বছরের জন্য নবায়ন হলেও বিসিবি জানিয়েছে, তারা নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করে চুক্তি শেষ করছে।

এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, “তার (গামিনি) চুক্তি অনুযায়ী মেয়াদ শেষের আগে সম্পর্ক শেষ করতে চাইলে দুই মাসের বেতন দিতে হবে। আমরা সেটিই করছি।”

সম্প্রতি গামিনিকে মিরপুর থেকে রাজশাহীতে বদলি করা হয়। জানা গেছে, অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংস ফিরে আসার পর থেকেই বোর্ড ও গামিনির মধ্যে টানাপোড়েন শুরু হয়। এমনকি হেমিংসের বিসিবি ত্যাগের পেছনেও গামিনির অনাগ্রহকে কারণ হিসেবে দেখছেন বোর্ড কর্মকর্তারা।

১৫ বছরের দীর্ঘ সময় ধরে মিরপুরের উইকেটের দায়িত্বে থাকা গামিনি ছিলেন বিসিবির ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি কিউরেটর। তবে সেই রেকর্ডই এখন নতুন পর্যালোচনার মুখে।

বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড ইতোমধ্যে নতুন প্রধান কিউরেটর নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আলোচনায় রয়েছেন স্থানীয় দুই অভিজ্ঞ গ্রাউন্ড বিশেষজ্ঞ ও একজন বিদেশি পরামর্শক।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

‘দেলুপি’র ট্রেলার: খুলনার প্রত্যন্ত অঞ্চলের জীবন বদলানোর গল্প
বিজ্ঞাপন বিতর্কে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডা প্রধানমন্ত্রী
বিএনপি-বিজেপির সংঘর্ষে অন্তত ৫০ জন আহত
ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রভাব, রাজধানীতে মুষলধারে বৃষ্টি, বইছে ঝড়ো-হাওয়া
ভেনেজুয়েলায় সামরিক হামলার কোনো পরিকল্পনা নেই
দীর্ঘ ৯ মাস পর উন্মুক্ত সেন্ট মার্টিন, কিন্তু জাহাজ‌ও গেল না, পর্যটক‌ও নেই
ইন্দোনেশিয়ার কালো জাদু এখন ঢাকায়
আজ থেকেই কার্যকর বিটিআরসির নির্দেশনা
দেশে ফেরার অপেক্ষায় ভারতীয় তারকা ব্যাটার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে আহত বিজিবি নায়েকের মৃত্যু
আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলল এমএসএফ অজ্ঞাতনামা লাশ ও হেফাজতে মৃত্যু বাড়ছে
মধ্যপাড়া পাথর খনি ভবানীপুর রেলপথে রেললাইনের ৬ হাজার নাটবল্টু চুরি
অধিকারের প্রতিবেদন অন্তর্বর্তী সরকারের ১৪ মাসে ৪০ জন বিচারবহির্ভূত হত্যার শিকার
জেডি ভান্সের আশা, স্ত্রী ঊষা একদিন গ্রহণ করবেন খ্রিষ্টান ধর্ম
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, গণভোটের সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা
নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ এখন আর নেই: মির্জা ফখরুল
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৬১ আসামি পলাতক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করলো সিআইডি
বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার কারণ জানতে চেয়ে সদুত্তর পাইনি
আজ শেষ হচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ