১৫ বছরের সম্পর্কের অবসান
বিসিবি ছাড়লেন গামিনি ডি সিলভা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:২৪, ১ নভেম্বর ২০২৫ | আপডেট: ২০:৪৫, ১ নভেম্বর ২০২৫
গামিনি ডি সিলভা। ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং প্রধান কিউরেটর গামিনি ডি সিলভার দীর্ঘ ১৫ বছরের সম্পর্কের অবসান ঘটেছে। আগামী নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে নিশ্চিত করেছে বোর্ড।
গামিনি ২০১০ সাল থেকে শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট ও গ্রাউন্ড ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন। তার মেয়াদকালে দেশের অধিকাংশ আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচ ধীরগতির ও নিচু বাউন্সের পিচে অনুষ্ঠিত হয়েছে—যা নিয়ে সমালোচনাও কম হয়নি।
২০২৫ সালের জুলাইয়ে তার চুক্তি আরও এক বছরের জন্য নবায়ন হলেও বিসিবি জানিয়েছে, তারা নির্ধারিত ক্ষতিপূরণ প্রদান করে চুক্তি শেষ করছে।
এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, “তার (গামিনি) চুক্তি অনুযায়ী মেয়াদ শেষের আগে সম্পর্ক শেষ করতে চাইলে দুই মাসের বেতন দিতে হবে। আমরা সেটিই করছি।”
সম্প্রতি গামিনিকে মিরপুর থেকে রাজশাহীতে বদলি করা হয়। জানা গেছে, অস্ট্রেলিয়ান কিউরেটর টনি হেমিংস ফিরে আসার পর থেকেই বোর্ড ও গামিনির মধ্যে টানাপোড়েন শুরু হয়। এমনকি হেমিংসের বিসিবি ত্যাগের পেছনেও গামিনির অনাগ্রহকে কারণ হিসেবে দেখছেন বোর্ড কর্মকর্তারা।
১৫ বছরের দীর্ঘ সময় ধরে মিরপুরের উইকেটের দায়িত্বে থাকা গামিনি ছিলেন বিসিবির ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি কিউরেটর। তবে সেই রেকর্ডই এখন নতুন পর্যালোচনার মুখে।
বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ড ইতোমধ্যে নতুন প্রধান কিউরেটর নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। আলোচনায় রয়েছেন স্থানীয় দুই অভিজ্ঞ গ্রাউন্ড বিশেষজ্ঞ ও একজন বিদেশি পরামর্শক।
