একই দিনে বাবা-ছেলের গোল, মাঝে ২২ বছর
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:৩১, ২ নভেম্বর ২০২৫
ক্রিস্টিয়ানো রোনালদো ও তার ছেলে রোনালদো জুনিয়র। ছবি: ফেসবুক
১ নভেম্বর ফুটবল দুনিয়া পেল এক অনন্য দৃশ্য। পর্তুগালের কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো ও তার ছেলে রোনালদো জুনিয়র একই দিনে গোল করে যেন সময়ের চাকা ঘুরিয়ে দিলেন ২২ বছর পেছনে।
২০০৩ সালের এই দিনেই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে প্রথম গোল করেছিলেন তরুণ রোনালদো। ২২ বছর পর ২০২৫ সালের ১ নভেম্বর তার পুত্র রোনালদো জুনিয়র পর্তুগালের অনূর্ধ্ব–১৬ দলের হয়ে প্রথম গোল করে বাবার সেই ঐতিহাসিক দিনটির প্রতিধ্বনি ফিরিয়ে আনেন।
তুরস্কে ফেডারেশন কাপের ম্যাচে ওয়েলসের বিপক্ষে প্রথমার্ধের ৪২ মিনিটে সতীর্থ কার্লোস মইতার পাস থেকে ডান পায়ে নিচু শটে গোল করেন রোনালদো জুনিয়র। পর্তুগাল অনূর্ধ্ব–১৬ দল শেষ পর্যন্ত ৩–০ ব্যবধানে জয় পায়। ম্যাচ শেষে রোনালদো জুনিয়রের গোলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়, যেখানে অনেকেই তার ফিনিশিংয়ে বাবার প্রতিচ্ছবি খুঁজে পান।
ছেলের সাফল্যে আবেগাপ্লুত রোনালদো নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই ভিডিও শেয়ার করেন তিনটি আগুন ইমোজি সহ।
অন্যদিকে তুরস্কে ছেলের গোলের প্রায় ছয় ঘণ্টা পর সৌদি প্রো লিগে মাঠে নামেন রোনালদো। আল নাসরের হয়ে আল ফেইহার বিপক্ষে জোড়া গোল করেন তিনি—প্রথমটি ৩৭ মিনিটে, দ্বিতীয়টি যোগ করা সময়ের ১৫তম মিনিটে (১০৫ মিনিটে) পেনাল্টি থেকে। ম্যাচ শেষে ২–১ ব্যবধানে জিতে প্রো লিগে শীর্ষস্থান ধরে রাখে আল নাসর।
এই জোড়া গোলের পর রোনালদোর ক্যারিয়ারে গোলসংখ্যা দাঁড়িয়েছে ৯৫২–তে। হাজার গোলের মাইলফলকের দিকে ছুটে চলা এই পর্তুগিজ তারকা হয়তো জীবনের সবচেয়ে মধুর কাকতালীয় এক দিনের সাক্ষী হলেন—যেদিন বাবা-ছেলে একসঙ্গে গোল করে বিশ্ব ফুটবলে তৈরি করলেন স্মরণীয় মুহূর্ত।
