টি-টোয়েন্টিকে বিদায় জানালেন উইলিয়ামসন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২:৩৮, ২ নভেম্বর ২০২৫
নিউজিল্যান্ড ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেন। ৩৫ বছর বয়সী এই অভিজ্ঞ ব্যাটার ৯৩ ম্যাচে ২ হাজার ৫৭৫ রান করে শেষ করলেন এই ফরম্যাটে নিজের সমৃদ্ধ ক্যারিয়ার।
উইলিয়ামসনের গড় ছিল ৩৩, আর স্ট্রাইক রেট ১২৫-এর ঘরে। তিনি নিউজিল্যান্ডের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক টি-টোয়েন্টি ব্যাটার।
২০১১ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ঘটে উইলিয়ামসনের। তার নেতৃত্বেই নিউজিল্যান্ড খেলেছে
২০১৬ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল এবং ২০২১ আসরে ফাইনালে।
তার নেতৃত্বে কিউই দল শৃঙ্খলা ও কৌশলগত ক্রিকেটের প্রতীক হয়ে উঠেছিল। খেলায় তার শান্ত স্বভাব, বিশ্লেষণী দৃষ্টি এবং নেতৃত্বগুণ তাকে করেছে আধুনিক সময়ের অন্যতম সম্মানিত ক্রিকেটার।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে উইলিয়ামসন বলেন, “দীর্ঘদিন ধরে এই টি-টোয়েন্টির অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। অসংখ্য স্মৃতি আমাকে সমৃদ্ধ করেছে। এখনই সময় নতুনদের জায়গা করে দেওয়ার। দলকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার এটি সঠিক মুহূর্ত।”
তিনি আরও যোগ করেন, “আমাদের দলে প্রচুর টি-টোয়েন্টি প্রতিভা রয়েছে। মিচেল স্যান্টনার দুর্দান্ত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। এখন সময় এসেছে তাদেরই ব্ল্যাকক্যাপসকে সামনে এগিয়ে নেওয়ার, আর আমি দূর থেকে তাদের সমর্থন জানাব।”
গত এক বছরে পারিবারিক দায়িত্ব, ইনজুরি ও ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততায় উইলিয়ামসন জাতীয় দলে নিয়মিত ছিলেন না।
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি সাদা বলের নেতৃত্ব ছাড়েন, এরপর আর টি-টোয়েন্টিতে খেলেননি।
তবে তার ক্রিকেট ক্যারিয়ার এখানেই থেমে যাচ্ছে না। তিনি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ডের হয়ে খেলতে থাকবেন, পাশাপাশি অংশ নেবেন বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে।
শান্ত স্বভাব, অসাধারণ টেম্পারামেন্ট ও ক্লাসিক ব্যাটিং স্টাইলের কারণে কেইন উইলিয়ামসন কেবল নিউজিল্যান্ড নয়, গোটা ক্রিকেট বিশ্বেই এক অনুপ্রেরণার নাম। টি-টোয়েন্টি অধ্যায়ের ইতি টানলেও ক্রিকেটপ্রেমীরা জানেন—এই অধ্যায় শেষ নয়, বরং আরও এক কিংবদন্তির নতুন সূচনা।
