বিশ্বকাপ দাবায় ফাহাদ ও মননের প্রথম রাউন্ডেই থামল লড়াই
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৫:০৪, ৩ নভেম্বর ২০২৫
দাবা বিশ্বকাপে বাংলাদেশের অভিযান থেমে গেল একেবারে সূচনাতেই। দুই আন্তর্জাতিক মাস্টার—মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়—প্রথম রাউন্ড পেরোতে ব্যর্থ হয়েছেন। দুই রাউন্ড শেষে তাদের সম্মিলিত পয়েন্ট মাত্র আধা, ফলে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের।
ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভ্যাসিল ইভানচুক (রেটিং ২৬১৬)-এর বিপক্ষে দ্বিতীয় খেলায় কালো ঘুঁটি নিয়ে স্লাভ ডিফেন্স পদ্ধতিতে খেলেন ফাহাদ রহমান (রেটিং ২৪১৪)। ৩০ চালে কঠিন লড়াই শেষে ড্র করেন তিনি। তবে আগের দিন সাদা ঘুঁটি নিয়ে পরাজিত হওয়ায় সম্মিলিত ফলাফলে বাদ পড়তে হয় এই আন্তর্জাতিক মাস্টারকে।
অন্যদিকে, নরওয়ের গ্র্যান্ড মাস্টার আরিয়ান তারি (রেটিং ২৬৩১)-এর বিপক্ষে সিসিলিয়ান ডিফেন্সের ফ্রেঞ্চ ভ্যারিয়েশন-এ ৭৯ চাল পর্যন্ত দারুণ লড়াই চালান মনন রেজা নীড় (রেটিং ২৩৬০)। দীর্ঘস্থায়ী ও স্থির খেলার পরও শেষ পর্যন্ত হার মানতে হয় তাকে।
এই পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে বাংলাদেশের দাবাড়ুদের বিশ্বকাপ মিশন। দেশের দাবা ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব একবার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠেছিলেন—যা এখনও বাংলাদেশের সেরা অর্জন হিসেবেই রয়ে গেছে।
