আমার ভাই শাহরুখ খান, জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:২৪, ২ নভেম্বর ২০২৫
আমার ভাই শাহরুখ খান, জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
বলিউড বাদশাহ শাহরুখ খান পা রেখেছেন ৬০ বছরে। এই বিশেষ দিনে শুভেচ্ছায় ভাসছেন তিনি। শুভেচ্ছা জানাতে ভোলেননি ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
রাখি উৎসবে যাকে অন্তর থেকে ‘ভাই’ মানেন, সেই শাহরুখ খানকেই নিজের এক্স (টুইটার) হ্যান্ডলে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মমতা লেখেন—“আমার ভাই শাহরুখ খানের জন্মদিন। ভারতীয় সিনেমা তোমার অবদানে আরও সমৃদ্ধ হোক। তোমার চলার পথ আরও বিস্তৃত হোক।”
মমতার এই পোস্ট সামাজিকমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শাহরুখ অনুরাগীরা মন্তব্যের ঘরে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাতে থাকেন। অনেকেই লেখেন— “মমতা দিদির এই ভালোবাসাই প্রমাণ, শিল্প-সংস্কৃতির কোনো সীমারেখা নেই।”
আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের মালিক হিসেবে শাহরুখের সঙ্গে কলকাতার সম্পর্ক গভীর। ২০১৯ সালে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন কিং খান, সেখান থেকেই শুরু হয় মমতা-শাহরুখের ঘনিষ্ঠতা।
কিছুদিন আগে ‘কিং’ সিনেমার শুটিং চলাকালে পেশিতে আঘাত পেলে মুখ্যমন্ত্রী মমতা সামাজিকমাধ্যমে তাঁর দ্রুত আরোগ্য কামনা করে উদ্বেগ প্রকাশ করেছিলেন।
মমতার ভাষায়, “শাহরুখ শুধু বলিউডের নায়ক নন, তিনি ভারতীয় সংস্কৃতির এক অনন্য দূত।”
ভক্তরা বলছেন— কিং খান আর দিদির এই বন্ধুত্বই প্রমাণ করে, ভালোবাসা ও শ্রদ্ধা পেরিয়ে যায় রাজনীতি ও সীমান্তের সব বাধা।
