এখন থেকে ছবি-ভিডিও শেয়ার করব: পরীমনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৮:৪২, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ০০:৩৬, ৩ নভেম্বর ২০২৫
পরীমণি / ফাইল ছবি
গত ২৩ অক্টোবর জন্মদিন পালন করতে মালয়েশিয়া পাড়ি জমান পরীমনি। ১০ দিনের সফরের সেই মুহূর্তগুলো কেমন কেটেছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সবার সঙ্গে এবার তা ভাগ করে নিলেন তিনি।
শনিবার (১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে পরীমনি বর্ণনা করেন তার ১০ দিনের এই ভ্রমণের গল্প। উল্লেখ করেন, প্রথমবারের মতো করা হয়েছে দেশের বাইরে দীর্ঘ ১০ দিনের সেলিব্রেশনের প্ল্যান।

বিশেষ এই সফরে তার সঙ্গে ছিলেন সাত জন। দেশে ফিরেই সফরের অভিজ্ঞতা জানিয়ে পরীমনি লিখেন, ‘আজ আমাদের বাড়ি ফেরা হলো। ১০ দিনের জন্যে দেশের বাইরে এভাবে কোথাও সেলিব্রেশনের প্ল্যান এবারই প্রথম। আমরা মোট ৭ জন ছিলাম।’
পরীমনি আরও লিখেন, ‘যাওয়ার দিন হইহই করতে করতে গিয়েছিলাম। সারা পথ সাবাই কতো ছবি-ভিডিও করলাম! ১০ দিন একসাথে কত রকম নতুন অভিজ্ঞতা হলো আমাদের। নতুন ভাবে চিনতে পারলাম নিজেদেরকে। দুঃখ হলো, হাসি হলো, আনন্দ হলো আর সারাজীবন মনে রাখার মতো কিছু সুন্দর সুন্দর স্মৃতিও হলো আমাদের সবার জীবনে।’

পরীমনি পোস্টে লিখেন, ‘আজকে থেকে একটু একটু করে ছবি-ভিডিও শেয়ার করবো সবার সাথে। এতদিন কোনো পোস্ট দিতে পারিনি কারণ আমরা ঘুরার সময়টুকু সত্যি সত্যিই উপভোগ করতে চেয়েছিলাম। আমি তো সিম কার্ডও কিনি নি! এর মধ্যে ছবি বা ভিডিও যা ক্যাপচার করা হয়েছে তার সব অবদান শাওনের।’
পরীমনি পোস্টে সকলকে ট্যাগ করে সবার প্রতি কৃতজ্ঞতাও জানান। লিখেন, 'সকলকে ধন্যবাদ। আমার জীবনে তোমাদের পেয়ে আমি অনেক খুশি। ভালোবাসি সকলকে।'
