আমার জীবনের সবকিছুই নারীদের কারণে : কিং খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪:০৫, ২ নভেম্বর ২০২৫
মেয়ে সুহানার সঙ্গে ফিরছেন শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বলিউডের কিং শাহরুখ খান আজ (রবিবার) পা রাখলেন জীবনের ষাটে। চার দশকের দীর্ঘ অভিনয় যাত্রায় তিনি যেমন গড়ে তুলেছেন নিজের এক অনন্য অবস্থান। তেমনি বারবার শ্রদ্ধা জানিয়েছেন তার জীবনের নারীদের প্রতি। নিজের সাফল্যের কৃতিত্ব নিতে চান না শাহরুখ; বরং তিনি বলেন—“আমার জীবনের যা কিছু অর্জন, তা নারীদের কারণেই।”
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে কিং খান বলেন, “আমি অল্প বয়সেই বাবা-মাকে হারিয়েছি। কিন্তু আমার জীবনের নারীরা—বিশেষত সহ-অভিনেত্রীরা—আমাকে অনেক সাহায্য করেছেন। তারা অক্লান্ত পরিশ্রম করেছেন, অথচ কৃতিত্বটা পেয়েছি আমি। আমি শাহরুখ খান হয়েছি, কিন্তু তাদের কেউ শাহরুখ খান হননি—যদিও তাদের প্রাপ্য সেটাই।”
তিনি উদাহরণ টেনে বলেন, “মাধুরী দীক্ষিত নাচের সময় আমার হাত ধরেছেন, আসলে তিনিই আমাকে নেতৃত্ব দিয়েছেন। জুহি চাওলা শিখিয়েছেন কমেডি টাইমিং, কাজল শিখিয়েছেন কীভাবে কান্না করতে হয়। তারা প্রাণপণে কাজ করেছেন, আর শেষে লেখা হয়—‘শাহরুখ খান: সুপারস্টার’। আমি জানি, আমি তাদের কারণেই এখানে।”
নারীদের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশে শাহরুখ বলেন, “আমার সব ভদ্রতা, সৌজন্য, নম্রতা—এসবই তাদের প্রতি আমার ধন্যবাদ জানানোর উপায়। তারা ছবিতে দুর্দান্ত।”
শুধু পর্দার নারীরা নয়, জীবনের নারীদের প্রতিও তার অনুরাগ স্পষ্ট। তিনি একবার বলেছিলেন, “আমি নারী পরিচালকদের সঙ্গে কাজ করতে ভালোবাসি, কারণ তাদের অনুভব ও দৃষ্টিভঙ্গি অনেক সূক্ষ্ম। তারা ছবিগুলোকে আরও সুন্দর করে তোলেন।”
২০২৩ সালে পাঠান, জওয়ান ও ডাঙ্কি—তিনটি ব্লকবাস্টার উপহার দেওয়ার পর শাহরুখ এখন ফিরছেন নতুন ছবিতে, কিং। পরিচালক সুজয় ঘোষের এ ছবিতে প্রথমবারের মতো তার সঙ্গে পর্দায় দেখা যাবে মেয়ে সুহানা খানকে। দ্য আর্চিস-এর মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে সুহানার। জানা গেছে, ছবিটিতে অভিষেক বচ্চন থাকছেন প্রতিপক্ষের চরিত্রে। ২০২৬ সালে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে কিং-এর।
