নারী পরিচালকদের সঙ্গে কাজ করতে বেশি পছন্দ করেন শাহরুখ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:৪৭, ২ নভেম্বর ২০২৫
নারী পরিচালক ফারাহ খানের সঙ্গে শাহরুখ খান। ছবি: সংগৃহীত
বলিউডের কিং শাহরুখ খান একবার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি নারী পরিচালকদের সঙ্গে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। কারণ, তাদের সিনেমা পরিচালনায় থাকে এক ধরনের সূক্ষ্মতা, অনুভবের গভীরতা ও বিস্তৃত দৃষ্টিভঙ্গি—যা পুরুষ পরিচালকদের তুলনায় আলাদা।
এক পুরোনো ভিডিওতে শাহরুখকে বলতে শোনা যায়, “পুরুষরা সাধারণত অনুভূতিগুলো ভাগ করে নেয় এবং সীমাবদ্ধ করে রাখে, কিন্তু নারীরা অনেক বেশি সূক্ষ্ম ও সর্বব্যাপীভাবে তা প্রকাশ করেন। আমি মনে করি, তাদের সংবেদনশীলতা এবং আবেগের পরিসর অনেক বড়, তাই তাদের সঙ্গে কাজ করতে ভালো লাগে।”
তিনি আরও রসিকতার ছলে বলেন, “নারীরা সিনেমাটিকে আরও সুন্দর করে তোলেন—রঙ, আবহ, সবকিছুতেই। আর সত্যি বলতে, তাদের ঘ্রাণও ভালো!”
শাহরুখ বলেন, এই মন্তব্যের মাধ্যমে তিনি কোনো পুরুষ পরিচালককে খাটো করতে চাননি। বরং তিনি স্বীকার করেছেন যে, সঞ্জয় লীলা বনসালি, করণ জোহর কিংবা মণি রত্নমের মতো পুরুষ পরিচালকরাও অনন্য। তবুও নারী পরিচালকদের সূক্ষ্মতা তাকে বিশেষভাবে টানে।
সম্প্রতি শাহরুখকে দেখা গেছে রাজকুমার হিরানির ‘ডাংকি’ চলচ্চিত্রে, যা অবৈধভাবে বিদেশে পাড়ি জমানোর “ডনকি ফ্লাইট” কৌশল নিয়ে নির্মিত একটি কমেডি-ড্রামা। ছবিটিতে তার সঙ্গে ছিলেন তাপসী পান্নু, বোমান ইরানি ও ভিকি কৌশল।
আগামীতে তিনি দেখা দেবেন ‘কিং’ নামের একটি অ্যাকশন থ্রিলার ছবিতে, যেখানে তার মেয়ে সুহানা খান বড় পর্দায় অভিষেক ঘটাবেন। ছবিটি পরিচালনা করছেন সুজয় ঘোষ, এবং এতে প্রতিপক্ষ চরিত্রে থাকছেন অভিষেক বচ্চন। ইউরোপজুড়ে এর শুটিং শুরু হবে ২০২৫ সালের জানুয়ারিতে, আর মুক্তি পাবে ২০২৬ সালে।
এই চলচ্চিত্রের মধ্য দিয়েই শাহরুখ-সুহানার জুটি প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে—যা ইতিমধ্যেই ভক্তদের মাঝে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
সূত্র : এনডিটিভি
