‘নিকিতা’ ও ‘দ্য মিসিং’র কিংবদন্তি অভিনেতা মারা গেছেন
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১:৩৩, ২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১৩:৫৫, ২ নভেম্বর ২০২৫
ফরাসি অভিনেতা শেকি ক্যারিও, ছবি : ফেসবুক
ফরাসি অভিনেতা শেকি ক্যারিও আর নেই। শুক্রবার (৩১ অক্টোবর) ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—ফরাসি সংবাদ সংস্থা এএফপি নিশ্চিত করেছে খবরটি।
ক্যারিও ছিলেন ইউরোপের অন্যতম বহুমাত্রিক অভিনেতা, যিনি আন্তর্জাতিকভাবে জনপ্রিয় হন লুক বেসনের পরিচালিত “নিকিতা” (১৯৯০)চলচ্চিত্রের রহস্যময় ‘বব’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে। পরে বিবিসির বিখ্যাত থ্রিলার সিরিজ “দ্য মিসিং” (২০২৪) ফরাসি গোয়েন্দা জুলিয়েন ব্যাপটিস্ট চরিত্রে অভিনয় করে দর্শকহৃদয়ে অমর হয়ে যান তিনি।
১৯৫৩ সালের ৪ অক্টোবর তুরস্কের ইস্তানবুলে জন্মগ্রহণ করেন ক্যারিও। তার বাবা ছিলেন স্পেনীয়-ইহুদি বংশোদ্ভূত এক ট্রাকচালক এবং মা গ্রিক বংশোদ্ভূত। পরে পরিবারসহ প্যারিসে চলে আসেন এবং থিয়েটারে অভিনয় দিয়ে শুরু করেন শিল্পজীবন।
তার অভিনয়জীবনের মোড় ঘুরে যায় ১৯৮২ সালে “লা ব্যালান্স” চলচ্চিত্রে অভিনয়ের পর, যেটির জন্য তিনি সিজার পুরস্কার-এর ‘সেরা নবাগত পুরুষ অভিনেতা’-শ্রেণিতে মনোনয়ন পান।
শেকি ক্যারিও শুধু ফরাসি সিনেমাতেই নয়, হলিউডেও নিজের জায়গা করে নেন। তিনি অভিনয় করেছেন রিডলি স্কটের “ ১৪৯২:কনকয়েস্ট কবে প্যারাডাইজ"জেমস বন্ডের “গোল্ডআই"এবং “জোয়ান অফ আ্ক (১৯৯৩) চলচ্চিত্রে।
২০০৪ সালে “এ ভেরি লং এনগেজমেন্ট" ছবিতে তার আবেগঘন চরিত্রও দর্শকপ্রিয় হয়। আর ২০০১ সালের “এমিলি”-এ তিনি ক্ষণিকের উপস্থিতিতেও স্মরণীয় হয়ে থাকেন—শুধু একটি আইডি ছবির মাধ্যমে।
ছোট পর্দায় নতুন জীবন
শেষের দিকে তিনি টেলিভিশনে দারুণভাবে ফিরে আসেন। “দ্য মিসিং” সিরিজে তার তীক্ষ্ণ দৃষ্টি ও সংবেদনশীল অভিনয় সমালোচক ও দর্শক উভয়ের কাছেই প্রশংসিত হয়।
এর সাফল্যের পর বিবিসি তাকে নিয়ে “ব্যাপটিস্ট” নামে স্পিন-অফ সিরিজ নির্মাণ করে ২০১৯ সালে। লিন্ডসে সল্ট, বিবিসির ড্রামা বিভাগের পরিচালক, শোকবার্তায় বলেন— “শেকি ক্যারিও ছিলেন অসাধারণ প্রতিভাধর ও দর্শকপ্রিয় অভিনেতা। ‘দ্য মিসিং’, ‘বাপটিস্ট’ ও ‘বোট স্টোরি’-তে তাঁর অসাধারণ কাজ বিবিসি দর্শক কখনো ভুলবে না।”
শেকি ক্যারিওর স্ত্রী অভিনেত্রী ভ্যালেরি কেরুজোরে এবং তাদের সন্তানরা এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানান। চার দশকের অভিনয়জীবনে তিনি রেখে গেলেন অসংখ্য চরিত্র, যা ফরাসি এবং বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অনন্য অবদান হয়ে থাকবে।
