হ্যালোইন উদযাপন করলেন অপু বিশ্বাস..!
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২২:৪৫, ২ নভেম্বর ২০২৫
হ্যালোইন পার্টিতে অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত
সামাজিক মাধ্যমে সবসময়ই সরব অপু বিশ্বাস । সোশ্যাল সাইটে নজর রাখলে তার জমজমাট উপস্থিতি বোঝা যায়। সবরকম উৎসবই পালন করেন এই চিত্রনায়িকা। তারই ধারাবাহিকতায় অপুর।
বছরের ৩১ অক্টোবর রকমারি আয়োজনে পালিত হয় হ্যালোইন উৎসব। কেউ ভূতের সাজে, কেউ মুখোশ পরে বা কুমড়ার লণ্ঠন হাতে রাস্তায় নেমে আসে, আনন্দ করে। হাল সময়ে এই উৎসবে শামিল হচ্ছেন বাংলাদেশি তারকারাও।
ঢাকাই সিনেমা পাড়ায় তারকাদের হ্যালোইন উদযাপন নিয়ে এবার আলোচনায় সরগরম চিত্রনায়িকা অপু বিশ্বাস। বর্তমানে তার অবস্থান লন্ডনে। সেখানে এক ফ্যাশন ডিজাইনারের সঙ্গে হ্যালোইন পার্টিতে যোগ দেন অপু।

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ছবিতে দেখা যায়, দুজনই কালো পোশাকে এবং মুখোশ পরে উৎসবের আবহে পোজ দিয়েছেন। ছবি প্রকাশের পরই ওই ফ্যাশন ডিজাইনার লিখেছেন, ‘আমাদের হ্যালোইন পার্টি; ঢালিউড কুইন অপু বিশ্বাসের সঙ্গে।’
উল্লেখ্য, অক্টোবরের শেষদিনে পশ্চিমা দেশগুলোতে হ্যালোইন উৎসব বেশ ঘটা করে পালন হয়। এ উৎসবকে কেন্দ্র করে এক যুক্তরাষ্ট্রেই মিলিয়ন ডলারের ব্যবসা হয়।
পৃথিবীর সবচেয়ে বড় হ্যালোইন প্যারেড হয় যুক্তরাষ্ট্রের ম্যানহাটনে, যেখানে হাজারো মানুষের সমাগম ঘটে। আর বিরাট আলোকসজ্জা এবং আতশবাজি ফাটানো হয় অনেক দেশেই। অনেক জায়গায় এই দিনে থাকে সরকারি ছুটিও।
