সাবেক মুখ্যসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. কামাল সিদ্দিকী আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১:৫৫, ৩ নভেম্বর ২০২৫
বাংলাদেশ সরকারের সাবেক মুখ্যসচিব ও বীর মুক্তিযোদ্ধা ড. কামাল উদ্দিন সিদ্দিকী আর নেই। সোমবার (৩ নভেম্বর) ভোরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন—এ তথ্য নিশ্চিত করেছে সরকার।
সরকারি তথ্য বিবরণীতে জানানো হয়, সোমবার আসর নামাজের পর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।
ড. কামাল সিদ্দিকী ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুখ্যসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। প্রশাসনিক দক্ষতা, নীতি প্রণয়ন ও রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রমে তার ভূমিকা প্রশংসিত ছিল। মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয়ভাবে স্বাধীনতার পক্ষে কাজ করেন এবং স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রগঠনের প্রাথমিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
প্রশাসন ও নীতিনির্ধারণে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে সহকর্মী ও প্রাক্তন কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন।
