ইতিহাসের পাতা থেকে মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত
সমাজকাল ডেস্ক
প্রকাশ: ০৬:৩৯, ৩১ অক্টোবর ২০২৫
 
						
									৩১ অক্টোবর কেবল তারিখ নয়—এ দিনটি মানবসভ্যতার সংগ্রাম, বিপ্লব ও পরিবর্তনের প্রতীক। প্রাচীন জাপানের ভূমিকম্প থেকে আধুনিক ভারতের রাজনৈতিক ট্র্যাজেডি—প্রতিটি ঘটনা সময়ের বুকে রেখে গেছে গভীর ছাপ।
১৯৩৬ সালে কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়
? ঐতিহাসিক ঘটনাবলি
১৮৯১ সালে আজকের দিনে জাপানে ঘটে ভয়াবহ ভূমিকম্প, যাতে প্রাণ হারান তিন হাজারেরও বেশি মানুষ।
১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে কৃষ্ণসাগরে রাশিয়ার ওপর আক্রমণ চালায় তুরস্ক, যা যুদ্ধের নতুন অধ্যায় সূচিত করে।
১৯১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপানের স্বাস্থ্য বিভাগ প্রকাশ করে—তৎকালীন বিশ্বব্যাপী ফ্লু মহামারিতে অন্তত দুই লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছিল। একই বছর অস্ট্রিয়ায় বিপ্লব শুরু হয় এবং রাজতন্ত্রের অবসান ঘটে, জন্ম নেয় প্রজাতন্ত্র অস্ট্রিয়া।
১৯২০ সালের এই দিনে ভারতের প্রথম শ্রমিক সংগঠন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। আর ১৯৩৬ সালে কলকাতায় বাংলা ভাষায় মুসলমানদের প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক আজাদ’ প্রকাশিত হয়—যা পরবর্তী সময়ে উপমহাদেশের সাংবাদিকতা ইতিহাসে একটি মাইলফলক হয়ে ওঠে।
১৯৪০ সালে শেষ হয় ব্রিটেনের যুদ্ধ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। ১৯৫৮ সালে সোভিয়েত লেখক বাস্ট্রেনাক নোবেল সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করে বিশ্বকে চমকে দেন। ১৯৬৬ সালে কিংবদন্তি সাঁতারু মিহির সেন ইতিহাস গড়েন—পানামা খাল অতিক্রম করে এক অসাধারণ কীর্তি স্থাপন করেন।
১৯৭২ সালে ঢাকায় মেজর (অব.) এম এ জলিল ও আসম রবের নেতৃত্বে গঠিত হয় জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), যা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে নতুন স্রোত সৃষ্টি করে।
১৯৮০ সালের এই দিনে শতবর্ষের ঐতিহ্যবাহী লন্ডনের Evening News বন্ধ হয়ে যায় আর্থিক সংকটে। ১৯৮৪ সালে ঘটে দক্ষিণ এশিয়ার রাজনীতির এক বড় ট্র্যাজেডি—নিজ দেহরক্ষীর গুলিতে নিহত হন ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তার মৃত্যুতে ভারতে শুরু হয় ভয়াবহ দাঙ্গা ও শোকের জোয়ার।
১৯৮৮ সালে ভুটানের রাজা ওয়াংচুক চার বোনকে একত্রে বিয়ে করে বিশ্বজুড়ে আলোড়ন তোলেন। ১৯৯০ সালে ঢাকায় সাম্প্রদায়িক দাঙ্গার কারণে কারফিউ জারি হয়। ১৯৯৪ সালে চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্যে স্বাক্ষরিত হয় বেজিং-সিউল চুক্তি, যা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মোড় ঘুরিয়ে দেয়।
২০০৩ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ স্বেচ্ছায় পদত্যাগ করেন—দীর্ঘ ২২ বছরের নেতৃত্বের পর এটি ছিল এক যুগান্তকারী পরিবর্তন। ২০১৪ সালে রাজধানী ঢাকার কারওয়ান বাজারের বিএসইসি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় একাধিক টেলিভিশন ও গণমাধ্যম প্রতিষ্ঠান। আর ২০১৯ সালে ভারতের জম্মু ও কাশ্মীর ও লাদাখ পৃথক রাজ্য হিসেবে ঘোষণা পায়, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন বিতর্কের সূচনা করে।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													