বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২০:৪০, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:০৪, ৩০ অক্টোবর ২০২৫
 
						
									জাতীয় ঐকমত্য কমিশনে বিএনপির দেওয়া ‘নোট অব ডিসেন্ট’কে ‘নোট অব চিটিং’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অনৈক্যের সূচনা করেছে বিএনপি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে ‘জুলাই সনদের বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচন কোন পথে?’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানটি আয়োজন করে ‘জাতীয় যুবশক্তি’।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “বিএনপি ঐকমত্য কমিশনে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে ‘ভাইয়াগিরি’ করার জন্য। নতুন বাংলাদেশে এমনটি হতে দেওয়া হবে না। তরুণরাই তা প্রতিহত করবে।”
তিনি আরও বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ড. মুহাম্মদ ইউনূসকেই দিতে হবে। এর ব্যত্যয় হলে আমরা তা মেনে নেব না। সরকারকে দ্রুত অধ্যাদেশ জারি করতে হবে।”
এ সময় বিএনপি ও জামায়াতের অবস্থান নিয়ে সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, “জামায়াত মুখে সংস্কারের কথা বললেও আসলে আসন বাগিয়ে নেওয়ার রাজনীতি করছে। বিএনপি সরাসরি বিপক্ষে অবস্থান নিয়ে কিছুটা হলেও পরিষ্কার অবস্থান দেখাচ্ছে।”
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, ‘বিএনপি ও জামায়াত প্রকাশ্যে দ্বিমত পোষণ করলেও আসলে তারা আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষিতে ব্যস্ত।’
এ সময় দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, ‘আমরা জুলাই সনদে সই করতে চাই। তবে তার আগে বাস্তবায়নের পথরেখা সুস্পষ্ট করতে হবে। সেটি নিয়ে আবারও আলোচনা করতে হয়। এটি দুঃখজনক।’
সভাপতির বক্তব্যে জাতীয় যুবশক্তির আহ্বায়ক তারিকুল ইসলাম বলেন, ‘নির্বাচন কমিশন জমিদারি আচরণ করছে। এটি অগ্রহণযোগ্য। শাপলাই হবে এনসিপির প্রতীক। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ দ্রুত জারি করতে হবে। জুলাই সনদের অবস্থানের কারণে প্রমাণিত হয় আগামীতে এনসিপি রাষ্ট্র ক্ষমতায় যাবে।’
সেমিনার সঞ্চালনা করেন জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল। সভায় আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সামন্তা শারমিন, ডা. খালেদ সাইফুল্লাহ প্রমুখ।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													