বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:১২, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:২১, ৩০ অক্টোবর ২০২৫
 
						
									বিএনপি সরকারের সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে চিকিৎসার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল মিলনের। তবে বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তারা জানিয়েছেন, তার ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে আ ন ম এহসানুল হক মিলন সাংবাদিকদের বলেন, “আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে ‘মিলন’ নামটি লেখা ছিল না। আমার ভুলের কারণেই ফিরতে হয়েছে। রাতের ফ্লাইটে ব্যাংকক যাওয়ার পরিকল্পনা আছে।”
এ বিষয়ে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 
													 
													 
													 
													 
													 
													 
													 
													 
													