এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন প্রস্তাব ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ৩০ হাজার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫:৪৭, ৩০ অক্টোবর ২০২৫
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের জন্য নতুন বেতন কাঠামো প্রস্তাব করেছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকালে সচিবালয়ে পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় সংগঠনটির পক্ষ থেকে সর্বনিম্ন বেতন ৩০ হাজার এবং সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকার প্রস্তাব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ মাইন উদ্দীন, অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, মো. মতিউর রহমান, মো. হাবিবুল্লাহ রাজু, মো. শান্ত ইসলাম, অধ্যক্ষ মো. আলাউদ্দিন, মোহাম্মদ নুরুল আমিন হেলালী, মো. জহিরুল ইসলাম, মো. তোফায়েল সরকার, মো. রবিউল ইসলাম, মো. রাসেল মণ্ডল ও মো. মাহবুব আলম।
প্রস্তাব অনুযায়ী, গ্রেড-১ এর মূল বেতন হবে ১ লাখ ৫৬ হাজার টাকা, গ্রেড-২ এ ১ লাখ ৪০ হাজার, গ্রেড-৩ এ ১ লাখ ২৫ হাজার, গ্রেড-৪ এ ১ লাখ ১০ হাজার, গ্রেড-৫ এ ৯৫ হাজার, গ্রেড-৬ এ ৮০ হাজার, গ্রেড-৭ এ ৭০ হাজার, গ্রেড-৮ এ ৬২ হাজার, গ্রেড-৯ এ ৫৫ হাজার, গ্রেড-১০ এ ৫০ হাজার, গ্রেড-১১ এ ৪৫ হাজার, গ্রেড-১২ এ ৪০ হাজার, গ্রেড-১৩ এ ৩৫ হাজার, এবং গ্রেড-১৪ এ ৩০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।
এমপিও শিক্ষকদের ১০ দফা প্রস্তাব
১️.এমপিওভুক্ত শিক্ষকদের প্রারম্ভিক বেতন নবম গ্রেডে নির্ধারণ
২️.সরকারি চাকরিজীবীদের মতো বাড়িভাড়া ৪০-৭০% হারে প্রদান
৩️. উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ
৪️. বৈশাখী ভাতা মূল বেতনের সমপরিমাণ
৫️. বিএড আইন বাতিল
৬️. কমিটি প্রথা বিলুপ্ত
৭️.অবসর ফান্ড ও কল্যাণ ট্রাস্টের অর্থ অবসরের ৬ মাসের মধ্যে পরিশোধ
৮️.শিক্ষক-কর্মচারীদের রেশন সুবিধায় অন্তর্ভুক্তি
৯️. শ্রান্তি বিনোদন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান
১০.এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ
দেশে প্রায় ৫ লাখের বেশি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী দীর্ঘদিন ধরে সরকারি বেতন কাঠামোর সঙ্গে সামঞ্জস্য চেয়ে আসছেন। এ প্রস্তাব বাস্তবায়িত হলে বেসরকারি শিক্ষকদের আয় ও মর্যাদা উভয়ই বাড়বে বলে মনে করছে জোটটি।
