শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

রিওতে পুলিশের মাদকবিরোধী অভিযান মৃত বেড়ে ১৩২

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১:৪৭, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ০০:৩১, ৩১ অক্টোবর ২০২৫

রিওতে পুলিশের মাদকবিরোধী অভিযান মৃত বেড়ে ১৩২

ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে পুলিশের পরিচালিত এক অভূতপূর্ব মাদকবিরোধী অভিযানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ জনে। স্থানীয় সরকারি আইনি কার্যালয় (পাবলিক ডিফেন্ডার অফিস) এ তথ্য নিশ্চিত করেছে।

শহরের উত্তরাঞ্চলের আলেমাও ও পেনহা এলাকার বস্তিগুলোতে (ফ্যাভেলা) এই অভিযানকে রিওর ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী পুলিশি অভিযান হিসেবে উল্লেখ করা হচ্ছে।

রিও রাজ্যের গভর্নর ক্লাউডিও কাস্ত্রো জানিয়েছেন, ফরেনসিক তদন্ত এখনো শেষ হয়নি। সরকারি হিসেবে মৃত্যুর সংখ্যা ৫৮ জন, তবে বাস্তবে তা অনেক বেশি হতে পারে।

সাংবাদিকদের প্রশ্নে গভর্নর বলেন, “সংঘর্ষ কোনো জনবসতিপূর্ণ এলাকায় হয়নি, সবই ঘটেছে জঙ্গলে। তাই আমি বিশ্বাস করি না যে, সংঘর্ষের সময় কেউ সেখানে শুধু ঘুরতে গিয়েছিল।”

এই মন্তব্যের পর মানবাধিকার সংগঠনগুলো গভর্নরের অবস্থানকে কঠোর ও অমানবিক বলে সমালোচনা করছে।

অভিযান নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

বিচারমন্ত্রী জানিয়েছেন, প্রেসিডেন্ট লুলা “বিস্মিত ও ক্ষুব্ধ” যে ফেডারেল সরকারকে আগে থেকে এই অভিযান সম্পর্কে জানানো হয়নি।

এরই মধ্যে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এই অভিযানে “চরম মানবাধিকার লঙ্ঘন” হয়েছে বলে মন্তব্য করেছে এবং তাৎক্ষণিকভাবে তদন্তের আহ্বান জানিয়েছে।

রিওর আলেমাও ও পেনহা বস্তিগুলো ‘রেড কমান্ড’ নামে পরিচিত এক শক্তিশালী গ্যাংয়ের নিয়ন্ত্রণাধীন। পুলিশের দাবি, অভিযানের সময় গ্যাং সদস্যরা ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিক্ষেপ করেছিল। এতে কর্মকর্তাদের সঙ্গে ঘনঘন গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের মতে, ব্যারিকেড তৈরি করতে বাসে আগুন দেওয়া হয়, এবং বহু পরিবার ঘরবন্দি অবস্থায় আতঙ্কে দিন কাটায়। অসংখ্য লাশ বস্তির গলিতে পড়ে থাকতে দেখা গেছে, মৃতদের আত্মীয়রা কাঁদতে কাঁদতে লাশ উদ্ধার করছিলেন।

ব্রাজিলের মানবাধিকার সংস্থাগুলো বলছে, এ ধরনের অভিযান দরিদ্র জনগোষ্ঠীর ওপর রাষ্ট্রীয় সন্ত্রাসের সামিল। তারা বলছে, অপরাধ দমন নয়, বরং দরিদ্র ফ্যাভেলা জনগণের ওপর “প্রাতিষ্ঠানিক সহিংসতা” চালানো হচ্ছে।

রিওর এই অভিযানে নিহতদের সংখ্যা ক্রমেই বাড়ছে। মানবাধিকার সংগঠনগুলো আন্তর্জাতিক তদন্ত দাবি করছে। লুলা সরকারের জন্য এই অভিযান এখন এক বড় রাজনৈতিক ও নৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন