বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

চীন-মার্কিন বাণিজ্যে নতুন যুগ:

ট্রাম্পের ঘোষণায় ১০ শতাংশ শুল্ক কমল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২:৩১, ৩০ অক্টোবর ২০২৫

ট্রাম্পের ঘোষণায় ১০ শতাংশ শুল্ক কমল

চীন-মার্কিন বাণিজ্য সম্পর্কের ইতিহাসে নতুন মোড় আনল দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত শীর্ষ বৈঠক। বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন—চীনের ওপর আরোপিত শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে আনা হচ্ছে। অর্থাৎ, এক লাফে ১০ শতাংশ শুল্ক কমিয়ে দিল যুক্তরাষ্ট্র।

এই ঘোষণা আসে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এক বছরের জন্য স্বাক্ষরিত নতুন বাণিজ্য চুক্তির পর। ট্রাম্প জানান, “আমাদের চুক্তি হয়ে গেছে। এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।” তিনি আরও বলেন, এই সমঝোতার ফলে দুই দেশের বাণিজ্য উত্তেজনা প্রশমিত হবে এবং বিশ্ববাজারে স্থিতিশীলতা ফিরে আসবে।

বাণিজ্য চুক্তির অংশ হিসেবে বিরল খনিজ সম্পদ রপ্তানির জটিল বিষয়টিও সমাধান হয়েছে বলে দাবি করেন ট্রাম্প। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বৈশ্বিক সরবরাহ চেইনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং দীর্ঘদিনের শুল্কযুদ্ধের চাপ কিছুটা লাঘব করবে।

বৈঠকের সময় প্রেসিডেন্ট শি জিনপিং ট্রাম্পকে বলেন, “আপনাকে আবার দেখে ভালো লাগছে। পুনর্নির্বাচনের পর আমরা ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছি, চিঠি ও ফোনে আলোচনা চালিয়ে গেছি।”

শি আরও যোগ করেন, “আমাদের দুই দেশের জাতীয় বাস্তবতা আলাদা। তাই সব বিষয়ে একই দৃষ্টিভঙ্গি থাকা সম্ভব নয়, তবে আলোচনার মাধ্যমেই সমাধান সম্ভব।”

ট্রাম্প বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, “বৈঠকটি ছিল অসাধারণ। আমরা বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি।”

চুক্তির ধারাবাহিকতায় আগামী এপ্রিলে ট্রাম্প চীন সফরে যাবেন। পরবর্তীতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংও যুক্তরাষ্ট্র সফর করবেন বলে নিশ্চিত করা হয়েছে।

সম্পর্কিত বিষয়:

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন