ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৫১, ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ জাতীয় দলের সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু শনাক্ত হয়, এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ সমাজকালকে জানিয়েছে, রিয়াদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই তিনি হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারবেন।
রিয়াদ সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টি আসরে দুই ম্যাচ খেলেছিলেন। এরপর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। পুনর্বাসন (রিহ্যাব) প্রক্রিয়ার মধ্য দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন সময় ডেঙ্গুতে আক্রান্ত হন।
বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে মাহমুদউল্লাহর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই ভক্ত ও সতীর্থরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন।
বিসিবি কর্মকর্তারা জানিয়েছেন, রিয়াদের অবস্থার উন্নতি হচ্ছে এবং চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে।
মাহমুদউল্লাহ রিয়াদ এর আগে ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিক অবসর নেন। তবে ঘরোয়া লিগে এখনো নিয়মিত খেলেন তিনি। বিসিবির উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, সুস্থ হয়ে উঠলে আগামী মৌসুমে আবার মাঠে নামার ইচ্ছা প্রকাশ করেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
