এক বছরে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ইতিহাস গড়লেন তানজিদ হাসান
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২০:০৩, ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশ দলের তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম গড়েছেন এক বছরের অনন্য রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলে তিনি ছাড়িয়ে গেছেন মোহাম্মদ নাঈমের পুরনো রেকর্ড, যা ছিল ২০২১ সালের।
এই ইনিংসের সুবাদে তানজিদ এখন এক বছরে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে সর্বাধিক রানকারী ব্যাটার। বাঁহাতি এই ওপেনার চলতি বছর ২৩ ইনিংসে ৬২২ রান করেছেন, যার মধ্যে রয়েছে ৬টি হাফসেঞ্চুরি।
এর আগে ২০২১ সালে মোহাম্মদ নাঈম ২৬ ইনিংসে ৫৭৫ রান করে রেকর্ড গড়েছিলেন। তানজিদ সেই রেকর্ডকে ভেঙে নতুন উচ্চতায় পৌঁছেছেন।
তালিকায় এরপরেই রয়েছেন লিটন দাস। চলতি বছর তিনি ২১ ইনিংসে ৪টি ফিফটির সাহায্যে করেছেন ৫৬৪ রান। আগের বছর, অর্থাৎ ২০২২ সালে লিটনের রান ছিল ৫৪৪, স্ট্রাইক রেট ছিল ১৪০.২০।
এক বছরে ৫০০ রান করা বাংলাদেশি ব্যাটসম্যানদের তালিকায় আরও আছেন আফিফ হোসেন ধ্রুব। ২০২২ সালে তার ব্যাট থেকে এসেছে ৫০০ রান, স্ট্রাইক রেট ছিল ১২৩.৭৬।
অবাক করা বিষয়, বাংলাদেশ দলের দুই সিনিয়র তারকা মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান কখনও এক বছরে ৪০০ রান পর্যন্ত করতে পারেননি। সাকিবের সর্বোচ্চ ৩৪৯ রান (২০২২) এবং মুশফিকের সর্বোচ্চ ৩৯৭ রান (২০১৮)।
তানজিদের এই সাফল্য নতুন প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি এখন দলের ব্যাটিং অর্ডারে স্থায়ী আসন পেতে চলেছেন।
