বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

টেস্ট ক্রিকেটের শতবর্ষের পুরোনো রীতি ভেঙে যাচ্ছে 

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯:৪০, ৩০ অক্টোবর ২০২৫

টেস্ট ক্রিকেটের শতবর্ষের পুরোনো রীতি ভেঙে যাচ্ছে 

টেস্ট ক্রিকেটে দিনে দু’বার বিরতি দেওয়া হয়—প্রথমটি লাঞ্চ এবং দ্বিতীয়টি চা বিরতি। শত বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই রীতির এবার ভাঙন ধরছে।
আগামী ২২ নভেম্বর শুরু হতে যাওয়া ভারত–দক্ষিণ আফ্রিকা টেস্টে বদলে যাচ্ছে এ প্রথা। আসামের গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ঐতিহাসিক এই ম্যাচে আগে হবে চা বিরতি, এরপর লাঞ্চ।

এটাই হবে বর্ষাপাড়া স্টেডিয়ামের টেস্ট অভিষেক, আর সেই ম্যাচেই টেস্টের ইতিহাসে প্রথমবার ‘চা আগে, লাঞ্চ পরে’ রীতি চালু করছে বিসিসিআই।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, উত্তর–পূর্ব ভারতের গুয়াহাটিতে নভেম্বরের শেষ দিকে সূর্যোদয় ও সূর্যাস্তের ব্যবধান তুলনামূলকভাবে কম। দিনের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।

প্রথম সেশন শেষ হবে ১১টায়—তখন দেওয়া হবে ২০ মিনিটের ‘চা বিরতি’। এরপর দ্বিতীয় সেশন চলবে ১১টা ২০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত। দুপুর ১টা ২০ থেকে ২টা পর্যন্ত থাকবে ৪০ মিনিটের ‘লাঞ্চ বিরতি’।

তৃতীয় সেশন শুরু হবে বিকেল ২টায় এবং শেষ হবে বিকেল ৪টায়। স্থানীয় সময় অনুযায়ী এটিই দিনের শেষ ভাগ, কারণ সূর্যাস্ত হয়ে যায় আগেভাগেই।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, “গুয়াহাটিতে দিন শুরু হয় তাড়াতাড়ি, শেষও হয় দ্রুত। তাই প্রথম সেশনের পর চা বিরতি রাখলে মাঠে বাড়তি সময় পাওয়া যাবে।”

সাধারণত ভারতে টেস্ট ম্যাচ শুরু হয় সকাল সাড়ে নয়টায়।

১১টা ৩০ মিনিটে হয় লাঞ্চ বিরতি (৪০ মিনিট)

২টা ১০ মিনিটে হয় চা বিরতি (২০ মিনিট)এবং বিকেল ৪টা পর্যন্ত চলে দিনের শেষ সেশন।

তবে গুয়াহাটিতে দিনের দৈর্ঘ্য কম হওয়ায় সময়সূচিতে এই ঐতিহাসিক পরিবর্তন আনা হচ্ছে।

ইংল্যান্ডে গ্রীষ্মকালে টেস্ট শুরু হয় বেলা ১১টায়, যেখানে প্রথম বিরতি লাঞ্চ এবং দ্বিতীয়টি চা। আবার দিবারাত্রির টেস্টে প্রথম সেশনের পর হয় চা বিরতি ও দ্বিতীয় সেশনের পর ‘ডিনার বিরতি’।

ভারত–দক্ষিণ আফ্রিকা দুই টেস্টের এই সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর কলকাতা টেস্ট দিয়ে। দ্বিতীয় ও শেষ টেস্টটি ২২ নভেম্বর গুয়াহাটিতে অনুষ্ঠিত হবে—যেখানে ‘চা আগে, লাঞ্চ পরে’ ইতিহাস রচিত হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন