টানা ১৪ ম্যাচে জয়
ইউরোপে নতুন রেকর্ড গড়ল বায়ার্ন মিউনিখ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬:৪৭, ৩০ অক্টোবর ২০২৫
জার্মান কাপে দুর্দান্ত জয়ে নতুন ইতিহাস গড়ল বায়ার্ন মিউনিখ। গতকাল রাতে কোলনের বিপক্ষে ৪–১ ব্যবধানে জিতে শুধু শেষ ষোলোয় ওঠেনি, বরং ইউরোপিয়ান ফুটবলের এক বিরল রেকর্ডও গড়েছে ভিনসেন্ট কোম্পানির দল। মৌসুমের শুরু থেকে টানা ১৪ ম্যাচ জিতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে নতুন রেকর্ড স্থাপন করেছে জার্মান জায়ান্টরা।
২০২৫–২৬ মৌসুমে এখন পর্যন্ত বায়ার্ন খেলেছে মোট ১৪ ম্যাচ—এর মধ্যে বুন্দেসলিগায় ৮, জার্মান কাপে ২ এবং চ্যাম্পিয়নস লিগে ৩ ম্যাচ। সবগুলোতেই জয়। এই সময়ে তারা করেছে ৫১ গোল, হজম করেছে মাত্র ১০টি। টেবিলের শীর্ষে থাকা ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বুন্দেসলিগায় পূর্ণ ২৪ পয়েন্ট নিয়ে এগিয়ে আছে সবার উপরে।
এর আগে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে মৌসুমের শুরু থেকে টানা সর্বাধিক জয়ের রেকর্ডটি ছিল ইতালিয়ান ক্লাব এসি মিলানের। ১৯৯২–৯৩ মৌসুমে ফাবিও কাপেলোর অধীনে মিলান প্রথম ১৩ ম্যাচে জয় পেয়েছিল। সেই রেকর্ড পেরিয়ে এখন এককভাবে শীর্ষে বায়ার্ন মিউনিখ।
এই রেকর্ডের নেপথ্যে সবচেয়ে বড় ভূমিকা ইংলিশ তারকা হ্যারি কেইনের। ১৪ ম্যাচে তার গোলসংখ্যা ২২। কেবল দুই ম্যাচ ছাড়া প্রতিটি খেলায় গোল করেছেন তিনি—দুটি হ্যাটট্রিকসহ ছয় ম্যাচে করেছেন জোড়া গোল। পাশাপাশি সহায়তা করেছেন আরও তিনটি গোল বানাতে। কোলনের বিপক্ষে আবারও দুই অর্ধে এক গোল করে জোড়া গোলের কৃতিত্ব অর্জন করেন তিনি।
বায়ার্নের হয়ে অন্য দুটি গোল করেন লুইস দিয়াজ ও মাইকেল ওলিস। গোলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দিয়াজ, যার গোলসংখ্যা ৮।
ম্যাচ শেষে বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি বলেন, “কেইন এমনভাবে খেলছে যে মাঝে মাঝে বুঝতেই পারি না সে গোল করেছে কি না! দলের জন্য তার অবদান শুধু গোলেই সীমাবদ্ধ নয়, সে সুযোগ তৈরি করছে, আক্রমণ সাজাচ্ছে—একজন নিখুঁত টিম প্লেয়ার।”
বায়ার্নের এই ধারাবাহিক জয়ে এখন ফুটবল বিশ্বে জল্পনা—কোম্পানির দল কি এবার ট্রেবল জয়ের পথে? সময়ই বলবে, তবে ইউরোপে ‘অপ্রতিরোধ্য’ বায়ার্ন মিউনিখ এখন ইতিহাসের পাতায় নতুন অধ্যায় লিখছে।
