২২ বছর পর মিরপুরে আসিফ আকবর
এই মাঠের প্রতিটি ইঞ্চি আমার চেনা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:৪৩, ৩০ অক্টোবর ২০২৫
২২ বছর পর আবারও মিরপুরের ‘হোম অব ক্রিকেট’-এ পা রাখলেন জনপ্রিয় সংগীতশিল্পী ও নতুন বিসিবি পরিচালক আসিফ আকবর। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে থাকার পর দেশে ফিরেই বৃহস্পতিবার সকালে বিসিবি কার্যালয়ে হাজির হন তিনি।
পুরনো স্মৃতিতে ভেসে গিয়ে আসিফ বললেন—“অনেক দিন পর বিসিবিতে ঢুকলাম। এখানে শেষ এসেছিলাম ২০০৩ সালে। তখন আরাফাত রহমান কোকো ছিলেন হাইপারফরম্যান্স ইউনিটের প্রধান। এই মাঠের প্রতিটি ইঞ্চি আমার চেনা।”
চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে বিসিবি পরিচালক নির্বাচিত হওয়া আসিফ বলেন, “বোর্ডের দায়িত্ব পেয়েছি কিছুদিন আগে, কিন্তু দেশের বাইরে ছিলাম বলে আসতে পারিনি। কাল রাতে দেশে ফিরেছি, আজ সকালে চলে এসেছি। দায়িত্বে যখন আছি, দেরি করা ঠিক হবে না।”
বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেট কাঠামো নিয়েই এখন বেশি ভাবছেন আসিফ। তাঁর মতে, স্কোরবোর্ড নয়— প্রতিভার সঠিক বিকাশই মূল বিষয়। তিনি বলেন,“স্কোরবোর্ড একটা ডকুমেন্টেশন, কিন্তু প্রতিভা তার বাইরের জিনিস। অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের অনেকেই এখনো জাতীয় দলে নিয়মিত হতে পারেনি—গ্যাপটা কোথায়, সেটাই খুঁজে বের করতে চাই।”
আসিফ আকবর আরও বলেন, “বাচ্চারা ভবিষ্যতের ক্রিকেটার। বয়সভিত্তিক দলে কাজ যারা করেন, তারাই পাইপলাইন শক্ত করবেন। একটা জায়গার জন্য একাধিক যোগ্য ক্রিকেটার তৈরি করতে হবে। আমি সেই লক্ষ্যেই কাজ শুরু করছি।”
দীর্ঘ সংগীতজীবনের পাশাপাশি এবার ক্রীড়া প্রশাসনের দায়িত্বও হাতে নিয়েছেন আসিফ। বললেন, “বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখার সুযোগ পেয়েছি—এটা আমার জন্য সৌভাগ্য। সময় দিন, ভালো কিছু করবই।”
