ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বাংলাদেশে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪:৫৭, ৩০ অক্টোবর ২০২৫
এক ম্যাচ বাকি থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে শেষ ম্যাচে লড়াই জারি রাখতে অপরিবর্তিত স্কোয়াড নিয়েই মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বৃহস্পতিবার তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে।
চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের শেষ ম্যাচটি হবে আগামী ৩১ অক্টোবর। প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডেই আস্থা রেখেছে নির্বাচকরা, কোনো পরিবর্তন আনা হয়নি। অর্থাৎ, আগের দলই থাকছে অপরিবর্তিত।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
