আজানের সময় কনসার্ট থামিয়ে সম্মান জানালেন সনু নিগম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০:০৭, ৩০ অক্টোবর ২০২৫
ভারতের শ্রীনগরে এক কনসার্টে পারফর্ম করতে গিয়ে এক অসাধারণ আচরণে দর্শক ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছেন বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। আজানের আগে তিনি নিজেই মঞ্চে গান বন্ধ রাখেন এবং শ্রদ্ধা জানিয়ে দুই মিনিটের বিরতি নেন।
এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এটি ছিল সনু নিগমের শ্রীনগরে প্রথম কনসার্ট। পারফরম্যান্সের এক পর্যায়ে তিনি দর্শকদের উদ্দেশে বলেন—“আমাকে দুই মিনিট সময় দিন, এখনই আজান শুরু হবে।”
এরপর পুরো অনুষ্ঠান থামিয়ে দেন গায়ক। আজান শেষ না হওয়া পর্যন্ত মঞ্চে নীরবতা বজায় রাখেন সনু নিগম। আজান শেষে আবার শুরু হয় তার পারফরম্যান্স।
এই ভিডিওটি দ্রুতই ভাইরাল হয় এবং দেশজুড়ে শুরু হয় প্রশংসার ঢল। নেটিজেনরা বলছেন, ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য উদাহরণ তৈরি করেছেন সনু নিগম।
২০১৭ সালে লাউডস্পিকারে আজান প্রচার নিয়ে বিতর্কে জড়িয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন সনু নিগম। সে সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন—“ভারতে এই জোরপূর্বক ধর্মীয়তা কবে শেষ হবে?”
তার এই মন্তব্য ঘিরে ব্যাপক তোলপাড় হয় বলিউডে। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন রূপে হাজির হলেন এই গায়ক। আজানের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিজের আগের অবস্থান থেকে অনেক দূরে সরে এসে তিনি যেন নতুন এক দৃষ্টান্ত স্থাপন করলেন।
ভিডিওটি ভাইরাল হওয়ার পর অনেকেই মন্তব্য করেছেন,“সনু নিগম প্রমাণ করেছেন—শিল্পীর দায়িত্ব শুধু গান নয়, সংস্কৃতি ও শ্রদ্ধার সেতুবন্ধন গড়া।”
আরেকজন লিখেছেন,“যে মানুষ একসময় আজান নিয়ে বিতর্কে জড়িয়েছিলেন, তিনিই আজ ধর্মীয় সহনশীলতার প্রতীক।”
