সাহসী প্রিয়াঙ্কা! গলায় জীবন্ত সাপ জড়িয়ে ভাইরাল বলিউড তারকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭:১০, ৩০ অক্টোবর ২০২৫
বলিউডের গ্লোবাল স্টার প্রিয়াঙ্কা চোপড়া আবারও আলোচনায়। তবে এবার কোনো সিনেমা বা পুরস্কার নয়—একেবারে বাস্তব জীবনের সাহসিকতায় তাক লাগালেন ভক্তদের। সাদা টপ আর ডেনিম জিন্সে সেজে নিজের গলায় জীবন্ত সাপ জড়িয়ে তোলা একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন তিনি। মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিওতে দেখা যায়, প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস হাস্যরসের ছলে বলছেন, ‘তোমার নতুন গয়না আমার খুব পছন্দ হয়েছে।’ সঙ্গে সঙ্গেই অভিনেত্রীর জবাব, ‘এটা গয়না নয়, সত্যিকারের সাপ।’ প্রিয়াঙ্কা হাসিমুখে সাপের সঙ্গে স্বাচ্ছন্দ্যে পোজ দিচ্ছেন, আর পাশে নিকের মুখে তখন ভয়ের ছাপ স্পষ্ট।
এর আগে প্রিয়াঙ্কা তার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন সাপের সঙ্গে তোলা আরও কিছু পুরোনো ছবি—যেখানে একটিতে তার গলায় ঝুলছে হলুদ অজগর, অন্যটিতে কালো সাপ, এমনকি হাতে কোবরা নিয়েও পোজ দিয়েছেন তিনি। এসব দেখে বোঝা যায়, সাপের প্রতি অভিনেত্রীর কোনো ভয় নেই; বরং প্রাণীর সঙ্গে বন্ধুত্ব গড়তে তিনি বেশ আগ্রহী।
ভক্তরাও তার এই সাহসিকতায় মুগ্ধ। কেউ লিখেছেন, ‘তুমি আনন্দ পাচ্ছো, কিন্তু নিকের মুখের ভাবটা দেখেছো?’ অন্য এক মন্তব্যে ভক্ত বলেছেন, ‘তুমি খুব ভয়ঙ্কর কাজ করছো, আমি কেঁদে ফেলব।’
নিজের স্বভাবসিদ্ধ আত্মবিশ্বাস আর ঝুঁকি নিতে ভালোবাসা মানসিকতার কারণেই হয়তো প্রিয়াঙ্কা চোপড়া আজও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু।
