বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬:১২, ৩০ অক্টোবর ২০২৫

গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে নভেম্বর মাসের মধ্যেই গণভোট চেয়েছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। নভেম্বর মাসের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে নয়।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে নভেম্বরে গণভোটসহ নানা দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি দেওয়ার পর তিনি নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় এই জামায়াত নেতা বলেন, আজ সিইসির সঙ্গে দেখা হয়েছে। বর্তমান আলোচিত বিষয় হচ্ছে জুলাই জাতীয় সনদ। সনদে ২৫টি রাজনৈতিক দল এসে স্বাক্ষর করেছি। ইসিকে আমরা বলেছি, গণভোট নভেম্বর মাসের মধ্যে শেষ করতে হবে। সংশোধিত আরপিও নিয়ে কোনো কোনো দল সংশোধনী আনতে বলেছে। আমরা বলেছি আরপিও হুবহু বহাল রাখতে হবে।

আট দলের দাবির বিষয়টি কমিশন নোট নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

আব্দুল হালিম বলেন, জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। আট দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে স্মারকলিপি দেওয়ার পর পরিস্থিতি পর্যবেক্ষণ করে ৩ নভেম্বর নতুন কর্মসূচি দেওয়া হবে। সিইসি আমাদের কথা শুনেছেন। দাবি বিবেচনার ক্ষেত্রে ওনাদের ভূমিকার কথা বলেছেন।

তিনি আরও বলেন, যারা জুলাই চেতনার পরিপন্থি কাজে থাকবে তারা ইনশাআল্লাহ জনগণের কাছে নিগৃহীত হবে। জুলাইয়ের প্রেক্ষাপটেই এত আয়োজন। তাই গণভোট আগে না করলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

এদিন আলাদা আলাদা আটটি দল সিইসিকে স্মারকলিপি দিয়েছে। তাদের দাবির মধ্যে অন্যতম হলো- নভেম্বরে গণভোট, সরকার ঘোষিত আরপিও বহাল রাখা, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা।

একই দিন বিএনপি মহাসচিব এক অনুষ্ঠানে সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে করার কথা বলেন।

এ বিষয়ে জামায়াত নেতা বলেন, বিএনপি এই দাবি করতে পারে। আমরা নভেম্বরে ভোট চেয়েছি।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

বিএনপির ‘নোট অব ডিসেন্ট’ আসলে ‘নোট অব চিটিং’: নাসীরুদ্দীন
এনসিপিকে ‘বাচ্চাদের’ দল হিসেবে গেজেটে ‘শাপলা কলি’: সামান্তা
শাপলা প্রতীক প্রশ্নে আপসহীন এনসিপি: নাসীরুদ্দীন
কোনো দলের দাবিতে নয়, তালিকা সংশোধনে ‘শাপলা কলি’: ইসি সচিব
প্রতীক তালিকায় ‘শাপলা কলি’ নিয়ে এনসিপির ক্ষোভ
এ মাসে ডেঙ্গু রোগী ২২ হাজার ছাড়াল, মৃত্যু ৮০
ঐকমত্যে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে: এবি পার্টি
আগামীকালের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন চায় জামায়াত
জুলাই শহীদদের লাশ শনাক্তে আসছেন বিদেশি বিশেষজ্ঞ
নিরীহ আ.লীগ কর্মীদের বুকে টেনে নিতে বললেন বিএনপি নেতা
গুম কমিশন গঠন হচ্ছে না, দায়িত্ব পালন করবে মানবাধিকার কমিশন : আইন উপদেষ্টা
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো বিএনপির সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনকে
জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন