বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

| ১৫ কার্তিক ১৪৩২

জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭:৫৮, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ১৮:০২, ৩০ অক্টোবর ২০২৫

জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার

জুলাই জাতীয় সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দেওয়া বিরোধে প্রচন্ড হতাশা ব্যক্ত করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ২৭০ দিন ধরে আলাপ-আলোচনা করে আমরা প্রধান রাজনৈতিক দলের বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। এই তীব্র বিরোধের মধ্যে কীভাবে সমঝোতার দলিল পাস হয়, এটা খুব দুরূহ একটা চ্যালেঞ্জ আমাদের সামনে এনে দিয়েছে।

এই বিরোধ নিরসনে প্রধান উপদেষ্টা দ্রুত সিদ্ধান্ত নেবেন বলেও আশ্বাস দিয়েছেন আইন উপদেষ্টা। 

তিনি বলেছেন, ‘গণভোট নিয়ে বিরোধ তীব্রতম পর্যায়ে পৌঁছে গেছে। এসব বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা। আমরা তাকে সহায়তা করার জন্য থাকবো।

সিদ্ধান্ত নির্দিষ্ট কেউ নেবে না, এটা আপনারা নিশ্চিত থাকেন। এই সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা নেবেন। আমাদের সঙ্গে পরামর্শের প্রয়োজন হলে তিনি করবেন এবং আমরা যে সিদ্ধান্ত নেবো সেখানে আমরা দৃঢ় থাকবো। আর সিদ্ধান্ত খুব দ্রুত নেওয়া হবে।’

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 


এসময় আসিফ নজরুল বলেন, ‘এর আগে জুলাই সনদের বিষয়বস্তু নিয়ে বিরোধ ছিল। এখন আবার দেখলাম, দুই ধরনের বিরোধ বের হয়েছে। একটা হলো, কী পদ্ধতিতে পাস করা হবে। আরেকটা হচ্ছে, গণভোট কবে হবে। এত দৃঢ়, পরস্পরবিরোধী এবং উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো, যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষে ছিল।’

এসময় আইন উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি এ রকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কী করবে। আমরা ঠিক বুঝতে পারছি না, এতদিন আলোচনার পর আপনাদের যদি ঐকমত্য না আসে, তাহলে আমরা সত্যি কী করবো এটা নিয়ে চিন্তা-ভাবনা করতে হচ্ছে।’

তিনি বলেন, ‘কোনও রাজনৈতিক দল যদি এককভাবে আমাদের আল্টিমেটাম বা জোর করার ব্যবস্থা করে, তার মানে হলো তাদের মধ্যে ঐকমত্য নাই। তারা চাচ্ছেন, যেন এই সরকার তাদের দলীয় অবস্থান সমর্থন করে। দুর্ভাগ্যজনক, আলোচনার জন্য তাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে। তারা যে অনৈক্য দেখাচ্ছেন, জুলাইয়ের চেতনাকে কোথায় নিয়ে গেছেন, বিবেচনা করা উচিত।’  

আইন উপদেষ্টা বলেন, ‘ক্যাবিনেটের মিটিংয়ে আজ সাধারণ একটা আলোচনা হয়েছে অনৈক্যের বিষয় নিয়ে। ঐকমত্য কমিশন দুইটা বিকল্প দিয়েছে– একটা জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, গণভোট, ২৭০ দিনের মধ্যে না হলে সয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে। এটা কোনও নজির আছে কিনা বা আদৌ সম্ভব কিনা, আমরা দেখবো। আরেকটা হলো– এই দায়-দায়িত্ব নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেওয়া। এই দুই বিকল্পের মধ্যে কোনটা আসলে বেশি গ্রহণযোগ্য- এটা নিয়ে রাজনৈতিক দলের মধ্যে তীব্র মতবিরোধ আছে।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

জুলাই সনদ বিরোধে দ্রুত সিদ্ধান্ত : আশ্বাস আইন উপদেষ্টার
চট্টগ্রাম চেম্বার নির্বাচন দুই সপ্তাহের জন্য স্থগিত
আমিরাতে লটারিতে বাংলাদেশি বিক্রয়কর্মীর ভাগ্য খুলল: জিতলেন ৪০ লাখ টাকার সোনা!
ঐতিহ্য মেনেই ১ ফেব্রুয়ারি একুশের বইমেলা আয়োজন করতে হবে: একুশে বইমেলা সংগ্রাম পরিষদ
জুলাই সনদের সঙ্গে নির্বাচনের সম্পর্ক দেখছি না : আসিফ নজরুল
অতিরিক্ত ডিআইজি হলেন চার পুলিশ সুপার
জুলাই সনদের স্বাক্ষরিত কপি বদলে বিএনপির সঙ্গে প্রতারণা- রিজভী
শাহজালালে অগ্নিকাণ্ডের তদন্ত প্রতিবেদন শিগগির প্রকাশ: উপদেষ্টা বশিরউদ্দীন
ঢাকায় ‘ডেভিল ব্রেথ’ ব্যবহার করে শিশু অপহরণ: র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ৩
ইসির প্রতীক তালিকায় ‘শাপলা কলি’
চাকরি পাচ্ছেন মেট্রোরেল দুর্ঘটনায় নিহত আবুল কালামের স্ত্রী
ফরিদপুরে শ্যালিকাকে গণধর্ষণ ও হত্যা: দুলাভাইসহ ৪ জনের আমৃত্যু কারাদণ্ড
গণভোট আগে না হলে জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: জামায়াত
উপদেষ্টারা দেশকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে: অভিযোগ মান্নার
এমপিও শিক্ষকদের সর্বোচ্চ বেতন প্রস্তাব ১ লাখ ৫৬ হাজার, সর্বনিম্ন ৩০ হাজার
নভেম্বরেই গণভোট ও সংশোধিত আরপিও চায় ইসলামী আন্দোলন
৫৬ বছর বয়সে এইচএসসি পাস করলেন খুলনার শাম্মী আক্তার
‘পিছলা মাঠে বেশি তেলমর্দন করেন আইন উপদেষ্টা’- নাসীরুদ্দীন পাটওয়ারী
হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা রাজু অবশেষে গ্রেপ্তার
জুলাই সনদের বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়ছে: গণসংহতি আন্দোলন