অস্ট্রেলিয়ার ৩৩৮ রানের চ্যালেঞ্জিং স্কোর, ভারতের সামনে কঠিন লক্ষ্য
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:১০, ৩০ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:২৩, ৩০ অক্টোবর ২০২৫
নারী ওয়ানডে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে শক্তিশালী অস্ট্রেলিয়া ও ভারত। মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারী অস্ট্রেলিয়া দল। শুরুতেই এক উইকেট হারালেও পরবর্তীতে ফোবি লিচফিল্ড, অ্যালিসা পেরি ও অ্যাশলে গার্ডনারের ব্যাটিং তাণ্ডবে তারা গড়ে তোলে ৩৩৮ রানের পাহাড়সম স্কোর।
ওপেনার ফোবি লিচফিল্ড খেলেছেন অনবদ্য ১১৯ রানের ইনিংস, যেখানে ছিল ১৭টি চার ও তিনটি ছক্কা। তাকে দুর্দান্ত সঙ্গ দেন অভিজ্ঞ ব্যাটার অ্যালিসা পেরি, ৮৮ বলে ৭৭ রানের ইনিংসে ছয়টি চার ও দুটি ছক্কা হাঁকান তিনি। শেষদিকে গার্ডনারের ব্যাট থেকে আসে ঝোড়ো ৬৩ রান (৪৫ বলে)—যার মধ্যে চারটি চার ও চারটি ছক্কা।
অস্ট্রেলিয়া ইনিংস থামে ৪৯.৫ ওভারে ৩৩৮ রানে অলআউট হয়ে। ভারতের হয়ে দীপ্তি শর্মা ও শ্রী চারানি দুটি করে উইকেট নেন।
ভারতের সামনে এখন ৩৩৯ রানের কঠিন লক্ষ্য, যা তাড়া করতে হলে শুরুতেই বড় ইনিংস খেলতে হবে স্মৃতি মান্ধানা ও শেফালি বর্মার মতো শীর্ষ ব্যাটারদের। মুম্বাইয়ের উইকেটে স্পিন সহায়ক পরিবেশ থাকায়, অস্ট্রেলিয়ার স্পিন আক্রমণও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে ভারতের জন্য।
এর আগে বুধবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ১২৫ রানে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো নারী বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। আজকের ম্যাচে জয়ী দল আগামী রোববার (২ নভেম্বর) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ফাইনালে।
