ভিনিসিয়ুসকে নতুন চুক্তিতে রাখতে চায় রিয়াল মাদ্রিদ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭:০০, ৩০ অক্টোবর ২০২৫
রিয়াল মাদ্রিদ তার অন্যতম সেরা আক্রমণভাগের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে আগামী গ্রীষ্মেই নতুন চুক্তিতে বাঁধার পরিকল্পনা করছে। যদিও কোচ জাবি আলোনসোর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন এখনো প্রশমিত হয়নি, তবু ক্লাবটি চাইছে ব্রাজিলিয়ান এই উইঙ্গারের ভবিষ্যৎ নিশ্চিত করতে।
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি মৌসুম শেষেই ভিনির সঙ্গে সমঝোতা চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে মাদ্রিদ। ক্লাব সূত্রে জানা গেছে, আলোনসো ও ভিনির মধ্যে থাকা দ্বন্দ্ব নিরসনের বিষয়টিও দ্রুত সমাধান করতে চায় তারা। কারণ, মাঠে ভিনির প্রভাব রিয়ালের আক্রমণভাগে অপরিহার্য হয়ে উঠেছে।
এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের শেষভাগে কোচ আলোনসো যখন ভিনিসিয়ুসকে তুলে নেন, তখনই দুজনের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। মাঠ ছাড়ার সময় ভিনির ক্ষুব্ধ প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়ে, যা ক্লাব ছাড়ার গুঞ্জনও উসকে দেয়। পরে অবশ্য তিনি বেঞ্চে ফিরে আসেন, কিন্তু ঘটনাটি রিয়াল শিবিরে ভিন্ন সুর তোলে।
এর আগে বেতন বাড়ানোর অনুরোধে ভিনিসিয়ুসকে নিয়ে ক্লাব অভ্যন্তরে বিতর্ক তৈরি হয়েছিল। তবুও, ক্লাব ব্যবস্থাপনা তাকে দীর্ঘমেয়াদে ধরে রাখার পক্ষে দৃঢ়। জানা গেছে, নতুন প্রস্তাবে ২০৩০ সাল পর্যন্ত বার্নাব্যুতে রাখার পরিকল্পনা করা হয়েছে, যা আগামী গ্রীষ্মে কার্যকর হতে পারে।
বর্তমানে ভিনিসিয়ুসের সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর। সম্পর্কের উন্নতি না ঘটলে তিনি নিজেই ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন। তবে মাদ্রিদ কর্তৃপক্ষ মাঠের বাস্তবতা বিবেচনা করে যত দ্রুত সম্ভব বিরোধ মিটিয়ে চুক্তি নবায়নে আগ্রহী বলে জানিয়েছে।
