গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯ পদে নিয়োগ
চাকরি ডেস্ক
প্রকাশ: ২১:৩৬, ৩০ অক্টোবর ২০২৫
বাংলাদেশের অন্যতম বৃহৎ সরকারি সংস্থা গণপূর্ত অধিদপ্তরে ৬৬৯টি শূন্য পদে জনবল নিয়োগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ১৪তম থেকে ১৬তম গ্রেডের ৪০৯টি এবং ২০তম গ্রেডের ২৬০টি পদ রয়েছে। আবেদন প্রক্রিয়া চলছে এবং ৩১ অক্টোবর ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
পদসংখ্যা ও যোগ্যতা
১.স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর – ২৯ পদ
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।
কম্পিউটার দক্ষতা ও টাইপিং স্পিড: বাংলা ২৫, ইংরেজি ৩০ শব্দ/মিনিট; সাঁটলিপি স্পিড: বাংলা ৪৫, ইংরেজি ৭০ শব্দ/মিনিট।
বেতন: গ্রেড–১৪, ১০,২০০–২৪,৬৮০ টাকা।
২. নকশাকার – ৪১ পদ
যোগ্যতা: এসএসসি ও ড্রাফটিং সনদ। অভিজ্ঞদের অগ্রাধিকার।
বেতন: গ্রেড–১৫, ৯,৭০০–২৩,৪৯০ টাকা।
৩.কার্যসহকারী – ১৪৪ পদ
যোগ্যতা: এইচএসসি বা এইচএসসি (ভোকেশনাল) পাস এবং সংশ্লিষ্ট কাজে ৫ বছরের অভিজ্ঞতা।
বেতন: গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক – ৭৬ পদ
যোগ্যতা: স্নাতক ডিগ্রিধারী, কম্পিউটার ব্যবহারে দক্ষ, বাংলা-ইংরেজি টাইপিং স্পিড ২০ শব্দ/মিনিট।
বেতন: গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৫. হিসাব সহকারী – ১১৯ পদ
যোগ্যতা: বাণিজ্য বিভাগে এইচএসসি পাস।
বেতন: গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা।
৬. অফিস সহায়ক – ১৬১ পদ
যোগ্যতা: এসএসসি বা সমমান।
বেতন: গ্রেড–২০, ৮,২৫০–২০,০১০ টাকা।
৭.নিরাপত্তা প্রহরী – ৮১ পদ
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস ও সুস্বাস্থ্যের অধিকারী।
বেতন: গ্রেড–২০, ৮,২৫০–২০,০১০ টাকা।
৮. মালি – ১৮ পদ
যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস, বাগানের কাজে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা।
বেতন: গ্রেড–২০, ৮,২৫০–২০,০১০ টাকা।
আবেদন সম্পর্কিত নির্দেশনা
বাংলাদেশের সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন।
একজন প্রার্থী ১৪–১৬ গ্রেডের মধ্যে একটি এবং ২০ গ্রেডের মধ্যে একটি পদে আবেদন করতে পারবেন।
শুধুমাত্র সেটআপভুক্ত কর্মচারীরাই ‘বিভাগীয় প্রার্থী’ হিসেবে গণ্য হবেন।
বয়সসীমা: ১৮–৩২ বছর।
আবেদন ফি: ১০০ টাকা + সার্ভিস চার্জ ৪ টাকা = মোট ১০৪ টাকা। অনলাইনে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২৫, বিকেল ৫টা।
আবেদন লিংক: গণপূর্ত অধিদপ্তরের ওয়েবসাইটে বিস্তারিত দেখুন
