এনজিও শক্তি ফাউন্ডেশন ৫৯০ জনবল নিয়োগ দিচ্ছে
চাকরি ডেস্ক
প্রকাশ: ২০:২৯, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৪৫, ২৩ অক্টোবর ২০২৫
দেশের বেসরকারি উন্নয়নসংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভানটেজ উইমেন’ নতুন ‘৫৯০’ জনবল নিয়োগ দিচ্ছে। সংস্থাটিতে ‘ মাইক্রোফাইন্যান্স ও হেলথ প্রোগ্রামের আওতায় মাইক্রোফাইন্যান্স অফিসার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং ‘মেডিকেল অ্যাসিট্যান্ট / প্যারামেডিক’ -এই তিনটি পদে ` ৫৯০ জন' প্রার্থী হিসেবে নেওয়া হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত।
পদের বিবরণ
প্রতিষ্ঠান: শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভানটেজ উইমেন
প্রতিষ্ঠানের ধরন: এনজিও
চাকরির ধরন: এনজিও চাকরি
পদ: ০৩টি (মাইক্রোফাইন্যান্স অফিসার-৪০০ জন, জুনিয়র অ্যাকাউন্টেন্ট-১৫০ জন এবং মেডিকেল অ্যাসিট্যান্ট /প্যারামেডিক-৪০জন)
পদসংখ্যা: ৫৯০ জন
যোগ্যতা ও অভিজ্ঞতা
শিক্ষাগত যোগ্যতা: চাকরির পদ অনুযায়ী নূন্যতম স্নাতক ডিগ্রি এবং স্বীকৃত মেডিকেল ইন্সিটিটিউট থেকে ৪ বছরের MATS (Diploma) কোর্স অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে
অভিজ্ঞতা: চাকরির পদ অনুযায়ী নতুন ও অভিজ্ঞ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন
দক্ষতা: ১ নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল/ স্কুটি ব্যবহার করতে হবে, সেজন্য মোটরসাইকেল চালানো প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে
বেতন ও সুবিধা
মাসিক বেতন: ২০,০০০- থেকে ২৭,৫০০/- টাকা
অন্যান্য সুবিধা: আঞ্চলিক ভাতা,দূরত্ব ভাতা এবং প্রত্যেক নারী কর্মীর জন্য প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হবে। আরও রয়েছে বৈশাখি ভাতাসহ ৩টি উৎসব বোনাস
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ— উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: সর্বনিন্ম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত
আবেদন প্রক্রিয়া
আবেদন শুরুর তারিখ: ১৭ অক্টোবর ২০২৫ ইং
আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৫ ইং
আবেদনের পদ্ধতি: অনলাইনে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে পারবেন শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের Career পৃষ্ঠার https://www.shakti.org.bd/ -এই লিংকে ক্লিক করে
বিঃদ্রঃ লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (০১৮১৭-০৩১৪৪০) এর মাধ্যমে জানানো হবে।
সূত্র: ১৭ অক্টোবর ২০২৫ ইং, বাংলাদেশ প্রতিদিন
