শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

| ৯ কার্তিক ১৪৩২

এনজিও শক্তি ফাউন্ডেশন ৫৯০ জনবল নিয়োগ দিচ্ছে

চাকরি ডেস্ক

প্রকাশ: ২০:২৯, ২৩ অক্টোবর ২০২৫ | আপডেট: ২১:৪৫, ২৩ অক্টোবর ২০২৫

এনজিও শক্তি ফাউন্ডেশন ৫৯০ জনবল নিয়োগ দিচ্ছে

দেশের বেসরকারি উন্নয়নসংস্থা ‘শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভানটেজ উইমেন’ নতুন ‘৫৯০’ জনবল নিয়োগ দিচ্ছে। সংস্থাটিতে ‘ মাইক্রোফাইন্যান্স ও হেলথ প্রোগ্রামের আওতায় মাইক্রোফাইন্যান্স অফিসার, জুনিয়র অ্যাকাউন্টেন্ট এবং ‘মেডিকেল অ্যাসিট্যান্ট / প্যারামেডিক’ -এই তিনটি পদে ` ৫৯০ জন' প্রার্থী হিসেবে নেওয়া হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ১৬ নভেম্বর ২০২৫ পর্যন্ত।

পদের বিবরণ

প্রতিষ্ঠান: শক্তি ফাউন্ডেশন ফর ডিজঅ্যাডভানটেজ উইমেন 

প্রতিষ্ঠানের ধরন: এনজিও

চাকরির ধরন: এনজিও চাকরি

পদ: ০৩টি (মাইক্রোফাইন্যান্স অফিসার-৪০০ জন, জুনিয়র অ্যাকাউন্টেন্ট-১৫০ জন এবং মেডিকেল অ্যাসিট্যান্ট /প্যারামেডিক-৪০জন) 

পদসংখ্যা: ৫৯০ জন

যোগ্যতা ও অভিজ্ঞতা

শিক্ষাগত যোগ্যতা: চাকরির পদ অনুযায়ী নূন্যতম স্নাতক ডিগ্রি এবং স্বীকৃত মেডিকেল ইন্সিটিটিউট থেকে ৪ বছরের MATS (Diploma) কোর্স অথবা ৩ বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে

অভিজ্ঞতা: চাকরির পদ অনুযায়ী নতুন ও অভিজ্ঞ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন 

দক্ষতা: ১ নং পদের প্রার্থীদের মাঠ পর্যায়ে মোটরসাইকেল/ স্কুটি ব্যবহার করতে হবে, সেজন্য মোটরসাইকেল চালানো প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে

বেতন ও সুবিধা

মাসিক বেতন: ২০,০০০- থেকে ২৭,৫০০/- টাকা

অন্যান্য সুবিধা: আঞ্চলিক ভাতা,দূরত্ব ভাতা এবং প্রত্যেক নারী কর্মীর জন্য প্রতি মাসে সুরক্ষা ভাতা প্রদান করা হবে। আরও রয়েছে বৈশাখি ভাতাসহ ৩টি উৎসব বোনাস 

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ— উভয়ই আবেদন করতে পারবেন

বয়সসীমা: সর্বনিন্ম ২৫ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত

আবেদন প্রক্রিয়া

আবেদন শুরুর তারিখ: ১৭ অক্টোবর ২০২৫ ইং

আবেদনের শেষ সময়: ১৬ নভেম্বর ২০২৫ ইং 

আবেদনের পদ্ধতি: অনলাইনে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে ও অনলাইনে আবেদন করতে পারবেন শক্তি ফাউন্ডেশনের ওয়েবসাইটের Career পৃষ্ঠার https://www.shakti.org.bd/ -এই লিংকে ক্লিক করে 

বিঃদ্রঃ লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ, স্থান ও সময় মোবাইলে SMS (০১৮১৭-০৩১৪৪০) এর মাধ্যমে জানানো হবে। 

সূত্র: ১৭ অক্টোবর ২০২৫ ইং, বাংলাদেশ প্রতিদিন

 

আরও পড়ুন

শীর্ষ সংবাদ:

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন
কোস্ট গার্ডের অভিযান,নারী ও শিশুসহ ৪৪ জন অপহৃত উদ্ধার
‘আন্তর্জাতিক’ মর্যাদা হারাল কক্সবাজার বিমানবন্দর
১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে খুন করেন ডন!
পশ্চিম তীর দখলে বিল পাস, ইসরায়েলের নিন্দা বাংলাদেশের
কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করল ট্রাম্প
পদত্যাগের গুঞ্জনে এনসিপির বক্তব্য "নাসীরুদ্দীন পাটোয়ারী আমাদের সাথেই আছেন“
ইসরায়েলের খননকাজে ঝুঁকিতে আল-আকসা মসজিদ
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে গিয়ে বাস খাদে, মা-মেয়ে নিহত
ইন্টার মায়ামিতেই থাকছেন লিওনেল মেসি
ভারতে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত অন্তত ২০