রোববার, ১৯ অক্টোবর ২০২৫

| ৪ কার্তিক ১৪৩২

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক ৫০টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে

চাকরি ডেস্ক

প্রকাশ: ১৭:৪১, ১৯ অক্টোবর ২০২৫

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক ৫০টি জব ক্যাটাগরি পদে নিয়োগ দেবে

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক শর্ত সাপেক্ষে ৫০টি জব ক্যাটাগরিতে ৩০৭ জন নারী ও পুরুষ (শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন ও অভিজ্ঞতা সম্পন্ন) নিয়োগের জন্য বাংলাদেশের নির্দিষ্ট জেলার নাগরিককে চাকরিতে আবেদন করার জন্য আহবান করেছে।

প্রতিষ্ঠানের নাম
বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক

প্রতিষ্ঠানের ধরন
সরকারি

চাকরির ধরন 
সরকারি চাকরি

চাকরির সময়
স্থায়ী সরকারি চাকরি 

পদ সংখ্যা 
৫০টি

জনবল
৩০৭ জন

শিক্ষাগত যোগ্যতা
চাকরির পদ অনুযায়ী প্রার্থীদেরকে অষ্টম শ্রেণী পাশ, এসএসসি পাশ, এইচএসসি পাশ, স্নাতক পাস হতে হবে 

প্রার্থীর ধরন
নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

অভিজ্ঞতা
সংশ্লিষ্ট পদ অনুযায়ী নতুন ও অভিজ্ঞ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন

বয়স সীমা 
০৮ নভেম্বর ২০২৫ ইং হিসাব অনুযায়ী সাধারণ প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বৎসর পর্যন্ত।

বেতন গ্রেড
৮,২৫০/- থেকে ৩৩,৯৭০/- টাকা।

আবেদন পদ্ধতি
অনলাইনে 
https://joinairforce-civ.baf.mil.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে

আবেদন ফি 
৫০, ১০০ ও ১৫০/- টাকা

ফি জমা দেওয়ার পদ্ধতি
ব্যাংকিং সিস্টেম / ক্রেডিট কার্ড/ডেবিট কার্ডসহ অন্যান্য।

নিয়োগ বিজ্ঞাপন প্রকাশের তারিখ
১৭ অক্টোবর ২০২৫ ইং, দৈনিক কালের কন্ঠ

আবেদন শুরু
১৯ অক্টোবর ২০২৫ ইং সকাল ১০:০০ ঘটিকা

আবেদন শেষ
০৮ নভেম্বর ২০২৫ ইং বিকেল ৫:০০ ঘটিকায়।

কর্তৃপক্ষের ওয়েবসাইট
https://baf.mil.bd/index.php

শর্ত ও নিয়মাবলী
বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক চাকরিতে আবেদন করার ১ম শর্ত হচ্ছে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ ২০২৫ এ শুধুমাত্র বাংলাদেশী ১৮ (আঠারো) বৎসরের ঊর্ধ্বে ও ৩২ (বত্রিশ) বৎসরের মধ্যে নারী ও পুরুষ (Female & Male)  শিক্ষাগত যোগ্যতা ও পদের অজ্ঞিতা অনুযায়ী আবেদন করতে পারবে।

বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক চাকরির আবেদনের ক্ষেত্রে কিছু পদের জন্য অভিজ্ঞতা প্রয়োজন রয়েছে আবার কিছু পদের জন্য অভিজ্ঞতার কোন প্রয়োজন নেই। তবে অভিজ্ঞতা সম্পন্ন চাকরির পদের বেতন (Salary) তুলনামূলক একটু বেশি অভিজ্ঞতা (Experience) প্রয়োজন নেই পদের চাইতে।

জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক চাকরির বেতন প্রদান করা হবে। চাকরির পদ অনুযায়ী আলাদা আলাদা বেতন স্কেলে (Salary Scale) নিয়োগ প্রাপ্তরা তাদের চাকরির বেতন পাবে।

অবশ্য পালনীয়
বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ ২০২৫ এ আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক চাকরির অনলাইন আবেদন চলবে নির্দিষ্ট সময় ব্যাপী। এই সময়ের মধ্যে https://joinairforce-civ.baf.mil.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে সকল শিক্ষাগত সার্টিফিকেটের তথ্য, জাতীয় পরিচয়পত্রের তথ্য, রঙিন ছবি, (Passport Size Photo) স্বাক্ষরের ছবি দিয়ে আবেদন আবেদন ফরম (Application Form) পূরণ করতে হবে।

চাকরি প্রার্থীদেরকে ১নং চাকরির পদের জন্য ১৫০/- টাকা, ক্রমিক-২ হতে ২০ পর্যন্ত চাকরির পদের জন্য ১০০/- টাকা এবং ক্রমিক ২১নং হতে ৫০নং পর্যন্ত চাকরির পদের জন্য ৫০/- (পঞ্চাশ) টাকা ফি জমা দিতে হবে।

উল্লেখ্য, অনলাইনে নির্ধারিত ফি প্রদানের সময় মোবাইল ব্যাংকিং সিস্টেম / ক্রেডিট কার্ড/ডেবিট কার্ডসহ অন্যান্য সকল মাধ্যমের জন্য প্রযোজ্য সার্ভিস চার্জ আবেদনকারীকেই বহন করতে হবে অর্থাৎ তাকেই দিতে হবে।

বিঃ দ্রঃ বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক চাকরির বেতন, আবেদনের শিক্ষাগত যোগ্যতা, আবেদন করার বয়স, অভিজ্ঞতা, আবেদন করার নিয়মসহ, সকল প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য অফিসিয়াল চাকরি বিজ্ঞপ্তি `বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫ ইমেজ /PDF’ পড়তে হবে।
 

আরও পড়ুন