প্যারোলে মুক্তি
বাবার জানাজায় অংশ নিলেন আ.লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ
সিলেট প্রতিনিধি
প্রকাশ: ১৯:৩৮, ১৯ অক্টোবর ২০২৫

সিলেটের বিশ্বনাথ উপজেলার আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম সিরাজ প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিয়েছেন। রবিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে তাকে অস্থায়ীভাবে মুক্তি দেওয়া হয়। এরপর তিনি নিজ গ্রাম পূর্ব চাঁন্দশির কাপন জামে মসজিদে বাবার জানাজায় অংশ নেন।
শনিবার (১৮ অক্টোবর) বিকাল ৩টা ১৫ মিনিটে মারা যান সিরাজুল ইসলামের বাবা রিয়াজ আলী (৯৫)। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, এক মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। বাবার মৃত্যুসংবাদে কারাগার থেকে মুক্তির পর মসজিদে পৌঁছে স্ত্রী ও সন্তানকে বুকে জড়িয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন সিরাজুল ইসলাম।
উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলামকে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও থানা পুলিশের নিরাপত্তা প্রটোকলে জানাজায় অংশগ্রহণ করানো হয়। জানাজা শেষে বিকাল ৩টার দিকে স্থানীয় পঞ্চায়েতি কবরস্থানে বাবার দাফন সম্পন্ন হয়। এরপর প্রটোকল টিমের তত্ত্বাবধানে তাকে পুনরায় সিলেট কারাগারে নেওয়া হয়।
উল্লেখ্য, গত বছরের ৪ আগস্ট—সরকার পতনের আগের দিন—পৌর শহরের আল-হেরা শপিং সিটি ভাঙচুরের ঘটনায় দায়ের করা দ্রুতবিচার আইনের মামলায় তিনি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। রাজনৈতিক প্রেক্ষাপটে আলোচিত এই মামলাটি তখন থেকেই স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।