পার্বতীপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটি
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ২০:২৯, ১৯ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:৪৯, ১৯ অক্টোবর ২০২৫

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ২৬ সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়ক হয়েছেন পিজুষ কান্তি রায় এবং সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন সবুজ চন্দ্র রায়।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে পার্বতীপুর উপজেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এজেডএম রেজওয়ানুল হক।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, সাধারণ সম্পাদক অধ্যাপক জালাল উদ্দীন আহমেদ, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মোখলেছুর রহমান, পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভিপি সোহেল মারুফ স্বপনসহ দলীয় নেতাকর্মীরা।
নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা ফুলেল শুভেচ্ছা জানান সাবেক এমপি এজেডএম রেজওয়ানুল হককে। বক্তব্যে তিনি বলেন, “সকল ধর্মাবলম্বীর মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। মানুষের ওপর নির্যাতন করে কেউ টিকে থাকতে পারে না। বিএনপি সব সময়ই মানুষের পাশে ছিল এবং থাকবে।”
এ সময় বক্তারা উপজেলা ও পৌরসভার প্রতিটি ওয়ার্ডে সাংগঠনিকভাবে ঐক্য পরিষদের কমিটি গঠনের আহ্বান জানান। নবগঠিত উপজেলা কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের দিনাজপুর জেলা শাখা।