ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশ সেদিকে যায় : ডাকসু ভিপি
ঠাকুরগাঁও-২ আসনে ইনসাফপন্থী প্রার্থী আব্দুল হামিদকে বিজয়ী করার আহ্বান জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, “আমরা বিশ্বাস করি, তরুণরা সিদ্ধান্ত নিলে অসম্ভবও সম্ভব। দেশের তরুণরা ইতোমধ্যে ইনসাফের পক্ষ নিয়েছে। জুলাই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে সফলতার সাথে বিজয় অর্জন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে যায়, বাংলাদেশও সেদিকে যায়।”