কুড়িগ্রামে শীত বাড়ছে, বিপাকে শ্রমজীবী মানুষ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ১৭:০৫, ৬ ডিসেম্বর ২০২৫
কুড়িগ্রামে শীত বাড়ছে, বিপাকে শ্রমজীবী মানুষ। ছবি: সমাজকাল
মঙ্গা -খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত কুড়িগ্রাম জেলা। এর মধ্যে এবছর আগাম শীত। শীতে বিপর্যস্ত কুড়িগ্রামের নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষজন।
আজ শনিবার সকাল ৬ টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।
দিন ও রাতে শীতের তীব্রতা বেশী অনুভুত হচ্ছে। বিশেষ করে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় চাদরে ঢাকা থাকছে চারদিক।
আকাশ মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলা এখন আর সূর্যের আলো দেখা যায় না। ফলে শীতের তীব্রতা আরও বাড়ছে। এদিকে, ঘন কুয়াশার কারণে যানবাহনগুলোকে দিনের বেলায়ও হেড-লাইট জ্বালিয়ে যাতায়াত করতে হচ্ছে।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ভাঙ্গামোড় গ্রামের স্থানীয় বাসিন্দা শ্রমজীবী রিয়াজুল ইসলাম বলেন, ‘শীতের কারণে ক্জে যেতে পাচ্ছি না।কাজে গেলে বিলম্ব হচ্ছে।’

একই গ্রামের এরশাদুল বলেন, ‘ শীতের কারণে কাজের সন্ধান না মেলায় পরিবার পরিজন নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি। ’
কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ইউনিয়নের স্থানীয় বাসিন্দা নয়া মিয়া বলেন,‘ ঠান্ডার কারণে সবজি ক্ষেত থেকে তুলে বাজারজাত করতে বিলম্ব হচ্ছে।’
এছাড়া ঠান্ডা বাতাস জেলার ১৬টি নদ-নদীর উপর প্রবাহিত হওয়ায় শীতের তীব্রতা আরও বাড়িয়েছে। নদী তীরবর্তী চরাঞ্চলের দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সাধারণ জীবন অনেকটাই থেমে গেছে। শীতবস্ত্র সংকট এবং কাজ করতে না পারায় দৈনন্দিন জীবনজীবিকাও থেমে গেছে। তবে এখনো সরকারি , বেসরকারি কোন সহায়তা চোখে পড়ছে না।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, ‘ আমাদের উপজেলা অনুযায়ী তালিকা প্রস্তুতের কাজ চলছে শিগগিরই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ শুরু করা হবে।
