ঠাকুরগাঁওয়ে সহস্রাধিক শীতার্ত পেল উন্নতমানের কম্বল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৮:৪২, ৬ ডিসেম্বর ২০২৫
ঠাকুরগাঁওয়ে শীতবস্ত্র বিতরণ। ছবি: সমাজকাল
ঠাকুরগাঁওয়ে সহস্রাধিক শীতার্তকে উন্নতমানের শীতবস্ত্র বিতরণ করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট। শনিবার(৬ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভেলাজান উচ্চ বিদ্যালয় মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিতরণে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্টের হেড অফ অপারেশন মোহাম্মদ ইকবাল আহমেদ জব্বার, ফাউন্ড রাইজিং অফিসার (নর্থ রিজিওন) আফরুজ মিয়া, ওয়েলবিং বাংলাদেশ সোসাইটির প্রজেক্ট কো-অর্ডিনেটর শায়েখ মেজবাহুল হক, প্রেসিডেন্ট শায়েখ আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল হক, মিডিয়া অফিসার মোঃ আব্দুল্লাহ, জমিরিয়া ইহইয়াউল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি মোহাম্মদ শরিফুল ইসলাম, গণ উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি বেলাল উদ্দীন প্রমুখ।
সংক্ষিপ্ত বক্তব্যে ঠাকুরগাঁও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুল হক দাতা সংস্থা গ্লোবাল রিলিফ ট্রাস্ট ও ওয়েলবিং বাংলাদেশ সোসাইটিকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরও বৃহৎ আকারে এমন মানবিক কার্যক্রম পরিচালনার আহবান জানান।
