শ্রমিকদল নেতা আলাউদ্দিন খানের দাফন সম্পন্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ১৬:৪০, ৬ ডিসেম্বর ২০২৫
ঠাকুরগাঁওয়ের জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে। ছবি: সমাজকাল
জাতীয়তাবাদী শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক আলাউদ্দিন খানের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল তিনটায় ঠাকুরগাঁওয়ের গোবিন্দনগর ইক্ষু খামার জামে মসজিদে নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
নামাজে জানাজায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ভার্চ্যুয়ালি আলা উদ্দিন খানের মৃত্যুতে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানান।
৮৫ বছর বয়সে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাত ১২টা ৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন আলাউদ্দিন খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তিনি ঠাকুরগাঁও সুগারমিলসে দীর্ঘদিনের কর্মজীবনে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ চিনি শিল্প শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাবেক আইন ও দর কষাকষি সম্পাদক ছিলেন। এছাড়াও বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সদস্য, রাজশাহী লেবার কোর্টের সাবেক সদস্য এবং জেলার অনেক শ্রমিক সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা ছিলেন।
মৃত্যুকালে আলাউদ্দিন খান ছয় ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এক ছেলে আব্দুলাহ আল মাহমুদ খান রতন ঠাকুরগাঁও সুগারমিলস শ্রমিক-কর্মচারী ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক।
